সারেগামাপাই বাংলায় পরিচিতি এনে দিয়েছে অন্তরাকে

Spread the love

অন্তরা মিত্র বলিউডে একের পর এক হিট উপহার দিয়েছেন। শাড়ি কা ফল সা থেকে গেরুয়া সহ একাধিক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। বাংলাতেও কিশোরী সহ একাধিক হিট উপহার দিয়েছেন। কিন্তু এ হেন গায়িকা কিনা বাংলায় পরিচিতি পেলেন সারেগামাপার হাত ধরে! কী জানালেন গায়িকা?

কী বললেন অন্তরা মিত্র?

অন্তরার গাওয়া খাদান ছবির গান কিশোরী মুক্তি পেতেই দারুণ জনপ্রিয় হয়। কিন্তু এই গানের গায়িকাকে দর্শক, বলা ভালো বাংলার দর্শক চিনতে পেরেছেন সারেগামাপার কারণে! হ্যাঁ, সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তেমনটাই দাবি করেছেন অন্তরা মিত্র।

তিনি এদিন জানিয়েছেন, ‘আমি যে বাংলা বলতে পারি, বাংলা গান গাইতে পারি সেটাই অনেকে জানেন না। বিশ্বাস করেন না। রাজ্যবাসী আমায় চিনতে পারল জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপার কারণে। ওখানে বিচারকের আসনে বসার পর।’

কিশোরী গানটি এবং সেটা হিট হওয়ার প্রসঙ্গে গায়িকা এদিন হলেন, ‘এত ভালো ফল করবে গানটা ভাবিনি। পুজো থেকে বিয়ে বাড়ি সব জায়গায় বাজছে গানটা। যেভাবে জনপ্রিয়তা পেল গানটা সেটা আশা জাগিয়েছে।’

সদ্যই অন্তরা মিত্র সোহম চক্রবর্তীর আসন্ন ছবি বহুরূপ যা সদ্যই ঘোষণা করা হয়েছে সেটার জন্য একটি গান গেয়েছেন। কিন্তু কী দেখে গান নির্বাচন করেন কিশোরী গায়িকা? তাঁর কথায় গান ভালো লাগল তবেই তিনি সেটা গান। জানা গিয়েছে এই গানটি তিনি কুণাল গাঞ্জাওয়ালার সঙ্গে গেয়েছেন। এটাও জনপ্রিয় হবে বলে বিশ্বাস তাঁর।

কিশোরী গানটিতে অন্তরার গলা শোনা গিয়েছিল ইধিকা পালের লিপে। এই বহুরূপ ছবির জন্য তিনি যে গানটি গাইলেন সেটাও একই অভিনেত্রীর লিপে শোনা যাবে।

প্রসঙ্গত এবারের জি বাংলা সারেগামাপায় ৮ বিচারকের অন্যতম ছিলেন অন্তরা মিত্র। তিনি শান্তনু মৈত্রর সঙ্গে জুটি বেঁধে দল বানিয়েছিলেন। গায়িকা জানিয়েছেন তিনি আগামীতে অনুপম রায়, সপ্তক সানাই দাস, বারিশ, রণজয় ভট্টাচার্য প্রমুখের সঙ্গে কাজ করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *