খুব সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এ আর রহমান, যদিও তিনি এখন অনেকটাই সুস্থ। চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক রাজীব মেননের সঙ্গে রহমানের বহুদিনের বন্ধুত্ব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি রহমানের অসুস্থতা নিয়ে কথা বলার পাশাপাশি জানিয়েছেন, কীভাবে রহমান দিলীপ থেকে রহমান হয়েছিলেন। কীভাবে রহমান সমস্ত কষ্ট থেকে নিজেকে বের করে এনেছিলেন, সেটাও জানালেন তিনি।
সম্প্রতি O2 India-কে দেওয়া সাক্ষাৎকারে রাজীব জানান, রহমানকে তিনি তখন থেকে চেনেন, যখন তিনি এ আর রহমান নন, দিলীপ কুমার ছিলেন। রহমান তখন ভীষণ লাজুক ধরনের মানুষ ছিলেন। তিনি আরও জানিয়েছেন, রহমান ও তাঁর পরিবারের ইসলাম ধর্মের প্রতি ঝোঁক কতখানি ছিল, তা তিনি নিজের চোখে দেখেছেন।
রাজীব মেনন রহমানের সাথে তাঁর বন্ধুত্বের কথা বলতে গিয়ে জানান, গুলবর্গা থেকে যখন ফকির আসতেন রহমানের বাড়িতে, তখন তিনি তাঁদের মধ্যে সেতুবন্ধনের কাজ করতেন। ফকিররা রহমানের পরিবারকে ইসলাম ধর্ম গ্রহণে সাহায্য করছিলেন, কিন্তু তাঁরা হিন্দি বলতে পারতেন না তাই দু’তরফের অনুবাদের কাজ করতেন রাজীব।
রাজীব বলেন, ‘এক সময় আমি রোজ রহমানের বাড়ি যেতাম। আমি দেখতাম ওঁদের বাড়ি প্রায়ই ফকিররা আসতেন। ওঁদের গোটা পরিবারের ইসলাম ধর্মের প্রতি ঝোঁক এবং বিশ্বাস দেখেছি। আমি দেখেছি রহমানের পরিবার অনেক চাপের মধ্যে ছিলেন, বিশেষ করে বোনদের বিয়ের ক্ষেত্রে। ’
রাজীব আরও জানিয়েছেন, রহমান সবসময় তাঁকে বলতেন যে, সঙ্গীতের মাধ্যমে তিনি সব ভুলে যেতে পারেন। অস্কার বিজয়ী শিল্পী মনে করতেন, ঈশ্বর যদি তাঁকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তিনি তাঁর সঙ্গীতের মাধ্যমে সেই কষ্ট থেকে উদ্ধার হতে পারবেন।