১ বছর ইস্ত্রি না করেই জামা পরব! বিদ্যুৎ বাঁচাতে বললেন মন্ত্রী

Spread the love

বিতর্কিত মন্তব্য করে মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকেন মধ্যপ্রদেশের অপ্রচলিত শক্তি মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমার। আর এবার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অভিনব পন্থার কথা ঘোষণা করে আবারও শিরোনামে এসেছেন মন্ত্রী। এবার তিনি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এক বছর ধরে নিজের জামাকাপড় ইস্ত্রি না করার কথা ঘোষণা করলেন। তার সেই ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে। এ নিয়ে মন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। দলটি, মন্ত্রীর বক্তব্যকে ওয়েব সিরিজের পরবর্তী অংশ বলে কটাক্ষ করেছে।

বিদ্যুৎ সাশ্রয় এবং দূষণ রোধে এর আগেও একাধিবার বিতর্কিত মন্তব্য করেছেন প্রদ্যুম্ন সিং। তবে মন্ত্রী এবার বলেছেন, এক বছর ধরে ইস্ত্রি না করেই পোশাক পরবেন তিনি। মন্ত্রী বলেন, এর ফলে প্রতিদিন আধ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় হবে। শুধু এখানেই থেমে না থেকে, আরও একধাপ এগিয়ে মন্ত্রী বলেছেন, যে নিজের মেয়ের বিয়ের দিনও তিনি ইস্ত্রি না করেই পোশাক পরবেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নিয়েছেন, যাতে আগামী প্রজন্মকে বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতে না হয়।’

নিজের সিদ্ধান্তের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মন্ত্রীকে ব্যাখ্যা দিতে শোনা যায়। তিনি বলেন, ‘আমাদের সকলের বিদ্যুৎ সাশ্রয় করা উচিত। যতটা প্রয়োজন ততটাই খাও। আমাদের সকলেরই ছোট-ছোট উদ্যোগ নেওয়া উচিত। বিদ্যুতের সঙ্গে দূষণ জড়িত। আমি এক বছর ধরে এই উদ্যোগ নিয়েছি। আমরা সকলেই দূষণ রোধ করার জন্য সমান প্রচেষ্টা চালাচ্ছি।’ 

তিনি বলেন, ‘আমাদের শহরের দূষণের কারণে আমি এখনও ইস্ত্রি ছাড়া পোশাক পরে আছি…। আমার কাজ হল এই বার্তা দেওয়া যে আমাদের সকলকে একসঙ্গে কাজ করা উচিত।’ মন্ত্রীর দাবি, একটি পোশাক ইস্ত্রি করতে গেলে আধ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এই বিদ্যুৎ তৈরির জন্য যে দূষণ হয় তা পুরো বছরে বহুগুণ বেড়ে যায়। মন্ত্রীর যুক্তি, যদি সকলে মিলে একসঙ্গে এভাবে কাজ করা যায় তাহলে এটি চারটি গাছের সমান হবে। এরপরেই মন্ত্রী বলেন, ‘আমি এক বছর ধরে ইস্ত্রি ছাড়াই পোশাক পরব।’

এদিকে, মন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই বিরোধী মহলে শুরু হয়েছে জোর চর্চা। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। তারা মন্ত্রীর এই ঘোষণাকে নাটক বলে কটাক্ষ করেছেন। কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি আরপি সিং বলেন, যে মন্ত্রী সবসময় শিরোনামে থাকার জন্য নাটক করেন। এখন এই নাটকটি ওয়েব সিরিজের পরবর্তী অংশ। মন্ত্রী যদি বিদ্যুৎ সাশ্রয় নিয়ে এতই চিন্তিত হন, তাহলে তাঁর উচিত বায়ুদূষণের জন্য দায়ি ১০টি গাড়ি ছেড়ে দিয়ে সাইকেল চালানো শুরু করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *