২০২০ সালে মিস আর্থ বাংলাদেশ হয়েছিলেন। এদিন সেই জনপ্রিয় অভিনেত্রী তথা মডেল মেঘনা আলমকে গ্রেফতার করা হল বাংলাদেশে। ৩০ দিনের জেল হয়েছে তাঁর। কিন্তু কেন? কী ঘটিয়েছেন তিনি?
জানা গিয়েছে মেঘনা আলমের বিরুদ্ধে জননিরাপত্তা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত এবং প্রশ্নের মুখে পড়ার অভিযোগ আনা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই মেঘনা আলমকে এদিন গ্রেফতার করে জেলে পাঠানো হয়।১০ এপ্রিল, বৃহস্পতিবার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩১ ধরা অনুযায়ী ৩০ দিনের জেল হয়েছে। ডিবি পুলিশের আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দিয়েছেন। সমাজে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।কিন্তু কী ঘটিয়েছেন মেঘনা? এই বাংলাদেশি মডেল গত বুধবার একটি ফেসবুক লাইভ করেন তাঁর বাড়ি থেকে। সেই লাইভেই অভিনেত্রী তথা এই মডেল জানান কিছু ব্যক্তি যাঁরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাঁর বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে আসেন। প্রায় ১২ মিনিট ধরে এই লাইভ করেন তিনি। কিন্তু আচমকাই সেটা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় ভিডিয়োটি ডিলিট পর্যন্ত হয়ে যায়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ২০২০ সালে মেঘনা নিস আর্থ বাংলাদেশ খেতাব পান। তিনি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেন মানুষের মধ্যে। প্লাস্টিক রিইউজ করে সেটা দিয়ে জিনিসও বানান তিনি। বাংলাদেশের অন্যতম সফল মহিলা উদ্যোক্তাও।