ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ ২০২৫-এর মাধ্যমে ক্রিকেট বিশ্ব দেখল শেন ওয়াটসন ও বেন ডাঙ্কের ঐতিহাসিক ঝোড়ো ইনিংস। আজ বুধবার ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ ২০২৫-এ ভারত মাস্টার্সের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া মাস্টার্স। টস জিতে ভারতীয় দলের অধিনায়ক সচিন তেন্ডুলকর অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠান। তবে এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার জন্য আশীর্বাদ হয়ে যায়। কারণ এই ম্যাচে তারা অসাধারণ ব্যাটিং করে নতুন রেকর্ড গড়ে ফেলে। যা দেখে মনে হবে যে মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে অজিরা যে হেরে গিয়েছেন, সেটা যেন বদলা নেওয়া হল।
ওয়াটসন ও ডাঙ্কের বিধ্বংসী পার্টনারশিপ-
প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার শন মার্শ ২২ রান করে আউট হন। এরপর অস্টেলিয়া মাস্টার্স দলের অধিনায়ক শেন ওয়াটসন ৫২ বলে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকান। তিন নম্বরে নেমে অস্ট্রেলিয়া দলের উইকেটকিপার ব্যাটসম্যান বেন ডাঙ্ক এদিন আরও ভয়ংকর ব্যাটিং করেন। মাত্র ৫৩ বলে অপরাজিত ১৩২ রান করেন। যেখানে ছিল ১২টি চার ও ১০টি বিশাল ছক্কা।
এই দুজন মাত্র ৯৩ বলে ২৩৬ রানের পার্টনারশিপ গড়েন, যা এক নতুন রেকর্ড। এই ইনিংসের ফলস্বরূপ, অস্ট্রেলিয়া মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে। ভারতের পক্ষে একমাত্র উইকেটটি পান পবন নেগি, বাকিদের ওপর অস্ট্রেলিয়ার ব্যাটাররা তাণ্ডব চালান।
ভারত ভালো শুরু করেও চাপে পড়েছে সচিনের ইন্ডিয়া মাস্টার্স
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাস্টার্সের অধিনায়ক সচিন তেন্ডুলকর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তিনি মাত্র ৩৩ বলে ৬৪ রান করেন। উইকেটকিপার নমন ওঝা ১৯ রান করেন। ১০.২ওভারে ১০০ রানের মাথায় সচিন তেন্ডুলকরের উইকেট হারান। ১৩.২ ওভারে ১৩৫ রানে ইউসুফ পাঠানের উইকেট হারায় ইন্ডিয়া মাস্টার্স।