অক্ষয় কুমার(Akshay Kumar) গত কয়েক বছর ধরে আরও বেশি দেশাত্মবোধক ছবি করছেন। তাঁর ‘স্কাই ফোর্স’ ২০২৫ সালে এসেছে। ২০২১ সালে ‘বেল বটম’, ২০১৯ সালে ‘কেশরী’ এবং ‘মিশন মঙ্গল’, ২০১৮ সালে ‘গোল্ড’, ২০১৬ সালে ‘এয়ারলিফ্ট’, ২০১৪ সালে ‘হলিডে’ ইত্যাদি। এমন পরিস্থিতিতে, তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না তাঁর সঙ্গে মজা করেছেন। এই তথ্য প্রকাশ করেছেন অক্ষয় কুমার নিজেই।
টুইঙ্কল কী বলেন?
রিপাবলিক ওয়ার্ল্ড আয়োজিত এক অনুষ্ঠানে অক্ষয় কুমার বলেন, ‘আসলে, আমার স্ত্রী আমাকে জ্বালাতন করে। ও বলে, ‘তুমি কত বার দেশকে বাঁচাবে?’ কিন্তু একটা কথা বলি। তুমি আমার সঙ্গে একমত হবে। আমরা অনেক হলিউড সিনেমা দেখেছি যেখানে যখনই পৃথিবীর উপর কোনও বিপদ আসে, যেমন সন্ত্রাসী হামলা, ভিনগ্রহের আক্রমণ, আকাশ থেকে গ্রহাণুর পতন ইত্যাদি, তখন কে পৃথিবীকে রক্ষা করে? আমেরিকা। তাই আমি ভাবতে শুরু করলাম যে আমেরিকা যদি সব কিছু করতে পারে, তাহলে কখন কিছু করবে? আমরা কি জানি না ভারত কী করতে পারে? ভারত অনেক কিছু করতে পারে।’
‘আমি ভবিষ্যতেও এমন ছবি করব’
অক্ষয় আরও বলেন, ‘আমি জানি এই ধরনের ছবি খুব বেশি ব্যবসা করে না কারণ মানুষ কমেডি এবং অ্যাকশন ছবি দেখতে পছন্দ করে, কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমি এই ধরনের ছবি বানাই কারণ আমার মন তাই বলে।’ আমি আমার দেশের জন্য এই ধরনের ছবি নির্মাণ চালিয়ে যাব। সবচেয়ে ভালো দিক হলো ছবিটি মুক্তির পর মানুষ স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটি দেখে।’