বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সফরসঙ্গী ছিলেন কুণাল ঘোষ। শনিবার মুখ্য়মন্ত্রী ফিরে এসেছেন লন্ডন থেকে। ফিরেছেন কুণাল ঘোষও। এরপর কলকাতায় বসে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট। সেখানে তিনি লিখেছেন, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বাধা দিতে যাওয়া ফ্লপ বিপ্লবী ডাঃ রজতশুভ্রর কীর্তি দেখুন। এরা নাকি বাংলা নিয়ে মাথা ঘামাচ্ছে!
( কাগজের খবরের সত্যতা যাচাই সম্ভব হয়নি।)
এরপর তিনি ডেইলি মেল সংবাদমাধ্যমের একটি খবর পোস্ট করেছেন।
সেখানে রজত শুভ্র ব্য়ানার্জি নামে এক চিকিৎসকের সম্পর্কে প্রতিবেদন লেখা হয়েছে। ২০১৩ সালের ২১শে মার্চের এই প্রতিবেদন। সেখানে উল্লেখ করা হয়েছে, একজন অ্য়ানাসথেসিস্ট চেয়ারে ঘুমোচ্ছিলেন আর তাঁর রোগী অপারেশন টেবিলে সন্তান প্রসব করছিলেন। ডাঃ রজত শুভ্র ব্যানার্জিকে দেখা গিয়েছিল চোখ বন্ধ, হাত দুটো মোড়া, বুকের কাছে মাথা নেমে এসেছে। সংলগ্ন ঘরে ছিলেন। এমনটাই দাবি করা হয়েছে।( তবে ওই চিকিৎসকের সম্পর্কে প্রকাশিত যে খবরের কথা উল্লেখ করা হয়েছে তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)
একজন মিডওয়াইফ জানিয়েছিলেন তিনি এমন কোনও অ্য়ানাসথেসিস্টকে কখনও দেখেননি যিনি রোগীকে ছেড়ে চলে যাচ্ছেন। তাঁর ১৪ বছরের পেশাগত জীবনে এমনটা তিনি দেখেননি এর আগে। ক্যারোলিন ফিঞ্চ জানিয়েছিলেন, আমি অ্য়ানাথেসিস্টের রুমের দিকে দেখলাম তিনি হাত মুড়ে, চিবুকটা বুকের কাছে, পা ছড়িয়ে রয়েছেন।দরজাটা অল্প খোলা ছিল। তার মধ্য়ে দিয়ে দেখলাম। এরপর যখন এলেন বোঝা যাচ্ছিল তিনি ঘুমোচ্ছিলেন।
এদিকে ওই মহিলা এরপর তাঁর এক সহকর্মীকে ডেকে আনেন ও বলেন, আসুন দেখে যান বলুন কী ভাবছেন। এদিকে এই খবর পোস্ট করার পরে একজন লিঙ্ক শেয়ার করে লিখেছেন, খবরটি সত্য।
অপর একজন লিখেছেন, এই খবর যদি সত্যি হয় তবে তো আমি বলব যে বাংলার তথা ভারতের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে এই ডাক্তার।
প্রসঙ্গত এবার লন্ডন সফরের প্রায় পুরোটাই যথাযথ থাকলেও সুর কাটে অক্সফোর্ডের কেলগ কলেজে। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কয়েকজন নানা প্রশ্ন করতে শুরু করেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি তাঁরা ছিলেন ছপিস। এমনকী সেখানকার লোকজন তাঁদেরকে চ্যালেঞ্জ করেন, তাড়া করে বের করে দেন বলেও তিনি দাবি করেছিলেন।
এবার তিনি এক চিকিৎসকের কথা উল্লেখ করেছেন যিনি ছিলেন ওই বিক্ষোভকারীদের অন্যতম। তবে তিনি আদৌ বিক্ষোভে ছিলেন কি না তা যাচাই করতে পারেনি ইনিউজ বাংলা।