অর্জুনের বিরুদ্ধে এফআইআর শ্যামের

Spread the love

রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলে অভিযোগ। এই অভিযোগ তুলে এবার অর্জুনের চির প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিং ও তার বেশ কয়েকজন অনুগামীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলেন। তিনি আজ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিলেন যে, অর্জুন সিং রামনবমীর মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্য দেশ ইজরায়েলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। এতে অশান্তি সৃষ্টি হতেই পারত বলে বিধায়কের দাবি। আর তাই তিনি অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠল রাজ্য–রাজনীতি।

এদিকে ভাটপাড়ায় রামনবমীর মিছিলে ইজরায়েলের পতাকা দেখা যাওয়া নিয়ে বিতর্ক চরমে ওঠে। এটা ‘ভারতীয় কৃষ্টি, সংস্কৃতির পরিপন্থী’ এবং ‘ধর্মীয় উসকানির চেষ্টা’ বলে আজ থানায় অভিযোগ দায়ের করলেন জগদ্দলের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বিধায়ক চিঠিতে। পাল্টা এই বিষয়টি নিয়ে বিধায়ককে ভারত–ইজরায়েল বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস শোনালেন অর্জুন সিং। অর্জুন সিংয়ের পাল্টা প্রশ্ন, উৎসবে বন্ধুত্বের প্রতীক হিসেবে এই পতাকা প্রদর্শনে অন্যদের সমস্যা হচ্ছে কেন?

অন্যদিকে রবিবার, রামনবমী উপলক্ষ্যে ভাটপাড়ার মিছিল বের হয়। অর্জুন সিংয়ের নেতৃত্বে মিছিলে দেখা যায়, বিশ্ব হিন্দু পরিষদ উপস্থিত রয়েছে। আর তাদের সঙ্গে আছে ইজরায়েলের পতাকা। অর্জুনের হাতেও ইজরায়েলের পতাকা দেখা যায়। সেদিন জগদ্দলের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম বলেছিলেন, ‘‌ধর্ম আর রাজনীতি মেলালে চলবে না। যাঁরা এটা করেছে, তাঁরা চায় ধর্মীয় মিছিল। রামের মিছিল নষ্ট করতে এই ষড়যন্ত্র।’‌ জবাবে অর্জুন সিং দাবি করেন, ‘‌মহরমের মিছিলে এখানে প্যালেস্টাইনের পতাকা বের হয়। তাহলে রামনবমীতে ইজরায়েলের পতাকা হাতে নিলে দোষের কী?’‌ এই যুক্তি পাল্টা যুক্তিতে এখন সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চল।

এছাড়া এই অভিযোগ পাল্টা অভিযোগ, যুক্তি পাল্টা যুক্তিতে বিষয়টি থেমে থাকল না। বরং তা থানায় পৌঁছে গেল। এটা জানতে পেরেই অর্জুন সিংয়ের বক্তব্য, ‘‌উনি ইতিহাসটা আগে ভাল করে জানুন। ভারত সেই কবে থেকে ইজরায়েলের বন্ধু। ব্রিটিশ আমলে ভারত ওদের অস্ত্র দিয়ে সাহায্য করেছে। সেই বন্ধু দেশের পতাকা নেওয়া কী অপরাধ?’‌ যদিও সোমনাথ শ্যামের কথায়, ‘বন্ধুত্ব কারও সঙ্গে কারও থাকতেই পারে। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে কূটনৈতিক বন্ধুত্ব প্রদর্শনের কী দরকার? উনি নিজের বাড়ির ছাদে ইজরায়েলের পতাকা টাঙিয়ে বন্ধুত্ব দেখান না।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *