রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে করতে হত ২০ রান। স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। উল্টোদিকে ছিলেন রবীন্দ্র জাদেজা। টি২০ ক্রিকেটে এই রান করা অসম্ভব কিছু নয়। বল করতে এসেছিলেন সন্দীপ শর্মা। সিএসকে সমর্থকেরা আশায় ছিলেন, ধোনি দলকে জিতিয়েই মাঠ ছাড়বেন! কিন্তু কোথায় কী। প্রথম বলেই আউট ধোনি। আর এর পরেই বিস্ফোরণ ঘটে ক্ষোভের।
মাঠের মধ্যেই ধোনির কাণ্ডে খেপে লাল সিএসকে-র ভক্তরা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চেন্নাই সুপার কিংসের ভক্তরা এবার ধোনির উপর এতটাই বিরক্ত যে, তাঁদের আদরের থালাকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন। অনেকে ধোনিকে লোভী বলেও দাবি করেছেন। সিএসকে ফ্যানদের দাবি, এবার ধোনিকে ছেঁটে ফেলতে হবে, তবেই জিতবে দল। ধোনির বদলে অন্য কাউকে খেলানোর দাবি তাঁদের।
তিনি নেমেই চার, ছক্কা হাঁকাতে পারেননি। বরং থিতু হতে কিছুটা সময় নিয়েছিলেন। কিন্তু যখন হাত খুললেন, তার পরেই আউট হয়ে গেলেন। একটি করে চার এবং ছয়ের হাত ধরে ১১ বলে ১৬ করে ধোনি আউট হয়ে গেলে, সিএসকে-র জয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায়। শেষ ওভারে ১৩ রান এলেও, ছয় রানে ম্যাচ হেরে যায় সিএসকে। ধোনির পাশাপাশি স্লো ব্যাটিংয়ের জন্য গালাগাল খাচ্ছেন রবীন্দ্র জাদেজাও। তিনি ২২ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬ রানে জয় পায় রাজস্থান
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে। নীতিশ রানার ৩৬ বলে ৮১ রানই রাজস্থানের অক্সিজেন হয়। এছাড়া রিয়ান পরাগ ২৮ বলে ৩৭ রান করেছেন। সঞ্জু স্যামসন ২০ এবং শিমরন হেতমায়ের করেন ১৯ রান। এর বাইরে বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
রান তাড়া করতে নেমে নড়বড় করছিল সিএসকে-র ব্যাটিং। তবে দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় শক্ত হাতে লড়াই করেন। কিন্তু তিনি ৪৪ বলে ৬৩ করে আউট হয়ে গেলে, সিএসকে চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ালেও, সিএসকে ৬ রানে হেরে যায়। ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনেই মূলত চাপে পড়ে গিয়েছিল সিএসকে। তিনি এদিন একাই চার উইকেট তুলে নেন।