আবার কলকাতা পুরসভায় সাপ!‌ প্রিন্টিং প্রেসে ঘাপটি মেরে ছিল

Spread the love

এখন রাজ্যে বাসন্তী পুজো চলছে। আর তার মধ্যেই আবার সাপের দেখা মিলল খোদ মেয়রের কর্মক্ষেত্র কলকাতা পুরসভায়। আজ, বুধবার সকালে কলকাতা পুরসভার সদর দফতরের প্রিন্টিং বিভাগের কর্মীরা দেখতে পেয়েছেন দু’ফুট লম্বা সাপকে। আর তাতেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। কারণ কলকাতা শহরে খোদ পুরসভার ভিতরে সাপ দেখা দেবে তা ভাবতেও পারেননি তাঁরা। এই লম্বা সাপ দেখে কর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা ভবনেই এখন একটা চাপা আতঙ্ক বিরাজমান। তাই এই অবস্থায় সাপ ধরতে খবর দেওয়া হয়েছে বন দফতরকে।

এই পুরসভায় মেয়র ফিরহাদ হাকিম ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ মেয়র পারিষদ সদস্য বসেন। তাই সেখানে সাপ দেখা যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। তার উপর এই সাপ দেখতে পেয়ে অনেকে ভিডিয়ো করে রাখেন। যদিও ওই সাপটিকে এখন ধরা যায়নি বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। এই ঘটনা নিয়ে পুরকর্মীরা জানান, আজ বুধবার সকালে প্রিন্টিং বিভাগের দফতর খোলা হয়। তার পর সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎই একটি সাপকে চেয়ার বেয়ে উঠতে দেখেন পুরসভার কর্মীরা। তখনই হুলস্থুল পড়ে যায়। ঘর থেকে সকলকে বের করে দেওয়া হয়। দরজা বন্ধ করে দেওয়া হয়। সাপটি ধরা না পড়া পর্যন্ত ওই ঘরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কয়েকজন পুরসভার কর্মী এই ঘটনার জেরে ফোন করে দেন বন দফতরে। এই ঘটনা নিয়ে কলকাতা পুরসভার নিরাপত্তাকর্মী নিরুপম ভট্টাচার্য জানান, আজ সকালে তিনিই প্রথম সাপটি দেখেন। আর চিৎকার করে বাকিদের সতর্ক করে দেন তিনি। তখনই ওই ঘরে থাকা কর্মীরা দ্রুত কেয়ারটেকারকে খবর দেন। খবর পাঠানো হয় বন দফতরেও। বন দফতরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যাবেন। আর যাঁরা একটু দেরি করে অফিসে এসেছে তাঁরা ওই সাপকে দেখতে পাননি। এই সাপ চেয়ার বেয়ে উঠছিল। তাই ওখান থেকে সকলকে বের করে দিয়ে ঘর বন্ধ করা হয়। যদিও মনে করা হচ্ছে, সাপটি বিষধর নয়।

যদিও গত কয়েক বছর ধরেই কলকাতা পুরসভার সদর দফতরের বিশাল এলাকা জুড়ে নানা পশুপাখির বসবাস রয়েছে। ইঁদুর থেকে শুরু করে ভাম এখানে বসবাস করে। এবার সাপের ভয় বাড়তি সংযোজন হল। আর তাই তটস্থ পুরকর্মীরা। গত নভেম্বর মাসেও কলকাতা পুরসভার দোতলায় খোদ ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষের ঘরে দু’ফুট লম্বা একটি সাপ দেখা গিয়েছিল। এবার পুরসভার কর্মীরা জানান, ২০২৪ সালের মার্চ মাসেও পুরসভার নীচের তলায় ট্রেজারি বিভাগ থেকেও একটি বিশাল আকারের দাঁড়াশ সাপ মিলেছিল। এবার আবার মিলল। তবে এপ্রিল মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *