ইউক্রেন হয়তো রাশিয়ার হয়ে যাবে! বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

Spread the love

ইউক্রেন হয়তো একদিন রাশিয়ার হয়ে যাবে! এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার আগেই ট্রাম্পের মন্তব্যে আলোড়ন সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে।

প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ট্রাম্প আগে একাধিকবার দাবি করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতোই না। কিন্তু যুদ্ধের তিন বছর পূর্তির মাত্র কয়েকদিন আগে ইউক্রেন নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন ট্রাম্প। 

সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 

ইউক্রেন হয়তো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করতে পারে। আবার সেটা না-ও হতে পারে। আবার এমনটাও হতে পারে, ইউক্রেন একদিন রাশিয়ার হয়ে গেল। 

ট্রাম্পের এমন মন্তব্য ঘিরেই চলছে আলোচনা-সমালোচনা। ঠিক কী বলতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তার চুলচেরা বিশ্লেষণ করছেন সংশ্লিষ্টরা। 

এদিকে, চলতি সপ্তাহেই জেলেনস্কির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠক হতে চলেছে। তার ঠিক আগে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। উল্লেখ্য, দিনকয়েক আগেই যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে দায়ী করেছিলেন তিনি। 

ট্রাম্পের মতে, যুদ্ধ ঠেকাতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা যেত। তিনি বলেন, 

আমি খুব সহজেই এই চুক্তি করাতে পারতাম। যদিও জেলেনস্কি সিদ্ধান্ত নিয়েছিলেন লড়াই করার। 

ট্রাম্প মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলার সিদ্ধান্ত ভুল ছিল। তবে রাশিয়াকেও হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছিলেন, শিগগিরই এই যুদ্ধের মীমাংসা না হলে রাশিয়ার ওপর বড় শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *