ইদ ২০২৫ পালিত হচ্ছে কবে?

Spread the love

পবিত্র রমজান মাস এবার তার শেষপ্রান্তে। সৌদি আরবে আজই দেখা মিলল চাঁদের। ফলত, সেদেশে আগামিকাল ৩০ মার্চ ইদ উল ফিতর ২০২৫ পালিত হচ্ছে। এবার প্রশ্ন, ভারতে কবে পালিত হতে চলেছে ইদ? ইতিমধ্যেই সৌদিতে চাঁদ দেখা যেতেই খুশির রেশ গোটা দেশ। গোটা বিশ্বে ধীরে ধীরে বহু প্রান্তেই ইদ উপলক্ষ্যে খুশির হাওয়া রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে।

উল্লেখ্য, রমজান মাস ধরে রোজা রাখেন ইসলাম ধর্মাবলম্বীরা। এই গোটা মাস নির্দিষ্ট নিয়ম মেনে রোজা পালন করেন তাঁরা। এই মাস সম্পন্ন হয় ইদের চাঁদ দেখার পর। তবে ইদের জন্য বিশেষ এক আকারে চাঁদের দেখা পাওয়া একটি গুরুত্বপূর্ণ দিক। এদিন, সৌদি আরব জানিয়েছে, ১৪৪৬ শাওয়ালের চাঁদ শনিবার সেদেশে দেখা গিয়েছে। ফলত, এই আরব দেশ আগামিকাল, রবিবার পালন করতে চলেছে ইদ উল ফিতর। উল্লেখ্য, হিজরি সনের দশম মাস শাওয়ালের প্রথম তিন দিনে ইদ- উল-ফিতর পালিত হয় এবং এর তারিখ অর্ধচন্দ্র দেখার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। উল্লেখযোগ্যভাবে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশীয় দেশগুলি সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমি দেশগুলির তুলনায় একদিন পরে ইদ উদযাপন করে। প্রসঙ্গত, ২০২৫ সালে ভারতে রমজান মাস ২ মার্চ থেকে শুরু হয়েছে। যার ফলে মনে করা হচ্ছে, ভারতে ইদ উল ফিতর ৩১ মার্চ বা ১ এপ্রিল পালিত হতে পারে। সেক্ষেত্রে ভারতে সম্ভবত সোমবার কিম্বা মঙ্গলবার পালিত হতে পারে ইদ।

কুয়েত থেকে বাংলাদেশ… ঘোষণা হল ইদ পালনের দিন

আরব আমিরশাহির ‘মুন সাইটিং কমিটি’ জানিয়ে দিয়েছে, ৩০ মার্চ ইদ উল ফিতরের প্রথম দিন হিসাবে ধরা হবে। রবিবার ইদ উল ফিতর পালন করতে চলেছে কাতার ও কুয়েত। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইরান সোমবার ইদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ এই দেশগুলিতে ৩১ মার্চ পালিত হবে ইদ। এমনই তথ্য দিয়েছে দ্য গাল্ফ নিউজ। এদিকে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ২৯ মার্চের আগে শাওয়ালের চাঁদ দেখা যাবে না। ফলে তারপরদিনই সেখানে ইদ পালিত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *