ইয়ালিনির ক্ষেত্রে কেন নিয়ম ভাঙলেন রাজ-শুভশ্রী?

Spread the love

২০২২ সালে নিজের প্রযোজনা সংস্থার সরস্বতীপুজোতেই ছেলের হাতেখড়ি দিয়েছিলেন রাজ চক্রবর্তী(Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যয়(Subhashree Ganguly)। তখন ইউভানের বয়স ছিল মাত্র দুই। মায়ের হাত ধরে স্লেটে অ-আ-ক-খ লিকেছিল সে। অনেকেই ভেবেছিলেন ২০২৫-এর সরস্বতীপুজোয় হয়তো, ইয়ালিনিরও হাতেখড়ি দেবেন। তবে হল না তেমনটা। কেন এই নিয়ম বদল, দম্পতি নিজেরাই জানালেন কারণ। 

নীল পোশাকে টুইনিং করেছিলেন রাজ ও শুভশ্রী ২০২৫ সালের সরস্বতী পুজোর দিন। রবিবার সঙ্গে দেখা গিয়েছিল ইউভানকে। তবে আসেনি ইয়ালিনি। বরাবরের মতো এবারেও, তাঁদের পুজোয় তারকাদের ভিড় তো ছিলই, সঙ্গে জড়ো হয়েছিলেন মিডিয়ার কর্মীরাও। আর তাঁদের প্রশ্নেই, ইয়ালিনিকে এবছর হাতেখড়ি না দেওয়ার কারণ খোলসা করলেন মা-বাবা। 

শুভশ্রী বলেন, ‘ইয়ালিনি তো আরেকটু ছোটো। ওর জন্ম হয়েছে নভেম্বরে।’ রাজ জানান, হতেখড়ি রসময় ইউভানের (২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম রাজ-পুত্রের) বয়স ছিল ১৭ মাস। তবে ইয়ালিনি যেহেতু ৩০ নভেম্বরে জন্মেছে, তাই এখনও সে মাত্র ১৪ মাসের (৩০ ফেব্রুয়ারি পূর্ণ করবে ১৫ মাস)। আর সেই কারণে, মেয়ের হাতেখড়ি পরের বছরই দেবেন বলে ঠিক করেছেন রাজ ও শুভশ্রী। 

ছেলের পর, মেয়েই চেয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায়, তাঁকে বলতে শোনা যায়. একটি ফুটফুটে কন্যা সন্তান চান। ইউভানের আর ইয়ালিনির মধ্যে বয়সের ফারাক ৩ বছর ২ মাসের। ইউভানের মতো, ইয়ালিনিও খুব প্রিয় সোশ্যাল মিডিয়ার। ঠিক যেন ছোট্ট ডল পুতুল। প্রসঙ্গত, মা সরস্বতীর আরেক নাম ইয়ালিনি। সঙ্গে এই নামের অর্থ সংগীত সুর। 

বোন ইয়ালিনিকে খুব ভালোবাসে দাদা ইউভানও। মাত্র ৪ বছর বয়সেই, বোনের সব দায়িত্ব নিতে চায় সে। এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেছিলেন, ‘ইউভান বলে, তুমি না আমি ওর মাম্মা। আমি ওর খেয়াল রাখব’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *