ইলন মাস্কের পদত্যাগ নিয়ে যা বললেন জেডি ভ্যান্স

Spread the love

যুক্তরাষ্ট্রের সরকারি দফতর থেকে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের পদত্যাগ নিয়ে এবার মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, পদত্যাগ করলেও ইলন ট্রাম্পের পরামর্শক হিসেবে থাকবেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স আরও বলেন, দায়িত্ব ছেড়ে দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে মাস্কের।

দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে সরকারের দক্ষতা উন্নয়ন বিষয়ক নতুন বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) দায়িত্ব দেন ট্রাম্প।

সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করে আনার বিশেষ দেয়ার পরই যুক্তরাষ্ট্রের একাধিক সরকারি সংস্থা থেকে কর্মী ছাঁটাই করেন ইলন। এমনকি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর মতো সিদ্ধান্ত নেন তিনি।

যা মার্কিন রাজনীতিতে হইচই ফেলে দেয়। এ নিয়ে সমালোচনা ও বিতর্ক চলমান রয়েছে। মাস্কের প্রতিষ্ঠানের সামনে নিয়মিত বিক্ষোভও করছেন একদল মানুষ। এসব বিক্ষোভকারীকে ‘ভুয়া’ ও ‘ভাড়ায় খাটা’ বলে অভিহিত করেছেন ইলন।

এর মধ্যেই গত বুধবার (২ এপ্রিল) মন্ত্রিসভার সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের ট্রাম্প জানান, তার প্রশাসনের পরামর্শকের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ইলন মাস্ক। তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাস্ক তার দায়িত্ব থেকে সরে যাবেন। তবে এরপরও সরকারের সহায়ক কোনো ভূমিকা পালন করবেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *