ঋষভের না ঘুমানোর স্বভাব! ঘুরেফিরে ‘লেজেন্ডের’ কথা

Spread the love

বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে ফটোশুটে মেতেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই হালকা মুহূর্তের ভিডিয়ো শেয়ার করা হয়েছে BCCI-এর তরফে। ভিডিয়োতে মহম্মদ সিরাজ, সরফরাজ খান, বিরাট কোহলি(Virat Kohli) সহ একাধিক তারকা ক্রিকেটারকে দেখা যাচ্ছে। সেই সময় বিসিসিআই একটি প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেছিল। সেখানেই সরফরাজ এবং সিরাজকে বিরাটকে লক্ষ্য করে ‘লেজেন্ড’ বলতে শোনা যায়। বর্তমানে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। তারপরেও তাঁর যা পরিসংখ্যান রয়েছে তাতে বিরাটকে ‘লেজেন্ড’ তকমা দেওয়া কোনও ভুল নয়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে ফটোশুটের সময় এক ক্রিকেটার আরেক ক্রিকেটারের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন, তিনি সেটার উত্তর দিয়ে আবার অপর জনের জন্য আরেকটি প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। এই ভাবে যখন গোটা প্রক্রিয়াটি চলছিল তখন সিরাজ বিরাটের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন অস্ট্রেলিয়ার কোন ইনিংসটি তাঁর সবচেয়ে প্রিয়। উত্তরে কোহলি জানান, ২০১৮-১৯ সালে পার্থের শতকটি অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর সবচেয়ে সেরা ইনিংস। তিনি জানান সেটা তাঁর সবচেয়ে কঠিন পিচে করা শতক ছিল। এরপরেই সরফরাজ এবং সিরাজ একে অপরের সঙ্গে কথা বলতে বলতে বিরাটকে ‘লেজেন্ড’ বলে উল্লেখ করেন। এই একই ভিডিয়োতে আরেকটি বিশেষ মুহূর্ত দেখা যায়। যখন কেএল রাহুলের কাছে প্রশ্ন রাখা হয়েছিল ‘আপনার কন্টাক্ট লিস্টের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিটি কে?’ তিনি এক মুহূর্ত সময় না নিয়ে উত্তরে বলেন, ‘বিরাট কোহলি।’

একই ভাবে গিল আক্ষেপ করেন কেন ঋষভ পন্তকে কেউ কোনও প্রশ্ন করেনি। তারপর নিজের থেকেই প্রশ্ন করে দেন যে কখন ঘুমাতে যাবেন পন্ত। অন্যদিকে সিরাজকে এক্সপ্রেসো কফির সঠিক উচ্চারণ নিয়ে খোঁচান সরফরাজরা। উঠতি প্লেয়াররা আবার ডেইলি অ্যালাওয়েন্স কতটা খরচা হয়েছে, সেই নিয়ে প্রশ্ন করেন একে অপরকে।

বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে বিগত কয়েক বছর ধরে খুব খারাপ ফর্ম চলছে। গত ৫ বছরে তিনি মাত্র ২টি শতক লাগাতে পেরেছেন। এছাড়াও নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও তিনি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। দুই সিরিজ মিলিয়ে মোট ৫টি টেস্টে তিনি ১টি মাত্র হাফ সেঞ্চুরি করেছিলেন, গড় ছিল ২২-এর আশেপাশে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি যে নিজের পুরোনো ফর্ম খুঁজে পেতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, ২২ নভেম্বর থেকে পার্থে শুরু ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরাটরা। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে সিরিজে বড় ব্যবধানে জয় পেতেই হবে। বর্তমানে WTC-এর টেবিলে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং দুই নম্বরে রয়েছে ভারত। দু’দলই চাইবে WTC ফাইনাল খেলতে, তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *