এআই শীর্ষ বৈঠক থেকে ম্যাক্রোঁর নৈশভোজ! রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Spread the love

২ দিনের ফ্রান্স সফরে পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিসে আয়োজিত হতে চলা ‘এআই অ্যাকশন সামিট’-এ যোগ দেবেন মোদী। এরপর বুধবারই ফ্রান্সের মাটি ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী। সেদিন তিনি পাড়ি দেবেন আমেরিকায়। বুধেই ট্রাম্পের দেশে পৌঁছে যাবেন মোদী। তার আগে ফ্রান্সে রয়েছে নরেন্দ্র মোদীর একগুচ্ছ কর্মসূচি। 

গোটা বিশ্ব জুড়ে যখন চিনের ডিপ সিক আলোড়ন ফেলে দিয়েছে, ঘুম ছুটিয়ে দিয়েছে মার্কিন মুলুকের, ঠিক তখনই ফ্রান্সের প্যারিসে বসছে ‘এআই অ্যাকশন সামিট’র আসর। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিট রয়েছে ১১ ফেব্রুয়ারি থেকে। জানা যাচ্ছে, এই সামিটে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও থাকবেন। এছাড়াও সামিটে থাকবেন চিনের ভাইস প্রিমিয়ার, জার্মানির চ্যান্সেলার, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট সহ বিশিষ্টরা। যতদূর খবর, তাতে জানা যাচ্ছে, এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তাকে গণতান্ত্রিক করে তোলা নিয়ে এবং ‘গ্লোবাল সাউথ’ এ এর সুবিধার সপক্ষে থাকবে দিল্লির বার্তা। 

এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদী তাঁর এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ভারত- ফ্রান্স সম্পর্ককে আরও মজবুত করতে এই বৈঠক হতে চলেছে। এছাড়াও ফ্রান্সের মারসেইলেতে ভারতের আরও একটি কনস্যুলেটের উদ্বোধনে থাকবেন মোদী। 

জানা যাচ্ছে, এসবের পাশাপাশি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এলিসি প্যালেস-এ নৈশভোজে উপস্থিত থাকতে চলেছেন মোদী। সেখানে বিশ্বের তাবড় প্রযুক্তিবিদ ও বিভিন্ন প্রযুক্তি সংস্থার সিইওরাও উপস্থিত থাকতে পারেন বলে খবর। উল্লেখ্য, রাত পোহালেই রয়েছে প্যারিসের এআই অ্যাকশন সামিট। এর আগে, ২০২৩ সালে এই সম্মেলন শুরু হয় ব্রিটেনে। তারপর ২০২৪ সালে এই সম্মেলন বসেছিল দক্ষিণ কোরিয়ায়। এরপর ২০২৫ সালে তা আয়োজিত হচ্ছে ফ্রান্সে। এই সামিটের মূল লক্ষ্য হল এআইকে নৈতিক দিক থেকে ব্যবহার। আগামী দিনে বিশ্বে এআই-র ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে বহু নীতি নির্ধারণমূলক চর্চা এই সামিটে হতে পারে বলে মনে করা হচ্ছে।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *