এপ্রিলেই ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট!

Spread the love

বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের মধ্যেই ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সঙ্গে আসবেন স্ত্রী উষাও। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে মার্কিন সেকেন্ড লেডি হয়েছেন তিনি। সূত্রের খবর, ২১ থেকে ২৪ এপ্রিল ভারতে আসতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ-রও একই সময়ে ভারতে আসার সম্ভাবনা রয়েছে, যা এই সফরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

জানা গেছে, ভ্যান্স এবং ওয়াল্টজের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) ও অন্যান্য ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, কৌশলগত অংশীদারিত্ব এবং বাণিজ্যিক আলোচনাই মূল এজেন্ডা হবে বলে মনে করা হচ্ছে। ভ্য়ান্সের উপস্থিতিতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য় চুক্তি চূড়ান্ত রূপ নিতে পারে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য় দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্বের শর্তাবলী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের ৯০ দিনের মধ্য়ে চুক্তি চূড়ান্ত রূপ নেবে।পাশাপাশি মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও।ওয়াল্টজের মূলত স্ট্র্যাটেজিক টেকনোলজি ব্যবহার করে সম্পর্ক রূপান্তরের উদ্যোগ, যা ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প এবং মোদীর মধ্যে বৈঠকে কথা হয়েছিল, সে বিষয়ে জোর দেবেন।এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, জৈবপ্রযুক্তি, শক্তি এবং মহাকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। 

অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত ঊষা ভ্যান্স এই সফরের মাধ্যমে তার শিকড়ের মাটিতে ফিরে আসছেন।উষার পূর্বপুরুষ অন্ধ্রপ্রদেশের গোদাবরী টাউনের টানুকুর বাসিন্দা ছিলেন। প্রায় ৫০ বছর আগে ভারত ছেড়ে তাঁরা পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। ইয়েল ল স্কুলে পড়াশোনা করতে গিয়ে জেডির সঙ্গে উষার আলাপ। ২০১৪ সালে ভারতীয় কায়দায় গাঁটছড়া বাঁধেন দুজনে। ১০ বছর পরে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে মার্কিন সেকেন্ড লেডি হয়ে নজির গড়েন উষা।মার্কিন সেকেন্ড লেডির হিসেবে তার প্রথম ভারত সফরে রয়েছে বিশেষ ব্যক্তিগত ও সাংস্কৃতিক তাৎপর্য।সরকারি ব্যস্ততার পাশাপাশি, ভ্যান্স দম্পতি জয়পুর,আগ্রা ও হায়দরাবাদ সফর করবেন।

উল্লেখ্য, ২ এপ্রিল বাণিজ্যিক অংশীদারদের প্রায় সকলের উপর পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ভারতের উপরও ২৬ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। তারপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য যুক্তি সম্পন্ন করতে চাইছে ভারত। শুক্রবারই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘আমরা খুবই জরুরি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করতে চাইছি।’ এই আবহে মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *