এবার ‘অসুস্থ প্রেম’ সায়ন্তর বিরুদ্ধে মুখ খুললেন প্রিয়াঙ্কা

Spread the love

কদিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল। ব্যাপারটা সামনে আসে যখন কিরণ মজুমদার(Kiran Majumder) ও সায়ন্ত মোদক(Sayanta Modak) তাঁদের ইউটিউব চ্যানেলে ভিডিয়ো আপলোড করেন। যেখান থেকে দেখা যায়, বিচ্ছেদ হয়ে গিয়েছে এই দুই তারকার। তবে কিরণকে দেখে রীতিমতো থ নেটিজেনরা। কান্নায় ফুলে গিয়েছে চোখমুখ, বিধ্বস্থ চেহারা! একটা পর্যায়ে রীতিমতো কিরণের কথা থেকে আভাস পাওয়া যায় যে, তাঁর গায়ে হাত তুলতেন সায়ন্ত। আর সেটার কারণে গায়ে এমন দাগ পড়ত যে, বাইরে বেরনো যেত না।

এরপর দেখা যায় সেই ভিডিয়োর কমেন্ট বক্সে এসে দেবচন্দ্রিমা সরাসরি জানতে চান, ‘তোমার গায়েও কি হাত তুলত। আমাকে জানিও। এর উত্তর যদি হ্যাঁ হয়, একে আমি ছাড়ব না।’ এতেও থামে না ঝামেলা, এক সংবাদমাধ্যমে সায়ন্ত দাবি করে বসেন, তিনি কখনো কোনো প্রেমিকার গায়ে হাত তোলেননি। ইতিমধ্যেই সায়ন্তর সঙ্গে প্রেমে থাকার সময় কী কী ঘটেছে, তা নিয়ে অনেককিছুই সামনে এনেছেন দেবচন্দ্রিমা। এমনকী, তাঁকে মারধর করতেন সায়ন্ত, তা জানিয়েছেন, এমনকী দাবি করেছেন, সমস্ত প্রমাণ আছে তাঁক কাছে। দেবচন্দ্রিমাকে আরও বলতে শোনা গিয়েছে যে, তাঁর টাকায় মলদ্বীপ যান সায়ন্ত। ঘুরে এসে, বিল মেটানোর ভয়ে নাকি গায়েব হয়ে যান।

এবার মুখ খুললেন সায়ন্তর আরেক প্রেমিকা। কিরণের সঙ্গে সম্পর্কে আসার আগে, আর দেবচন্দ্রিমার সঙ্গে সম্পর্ক ভাঙার মাঝে, বেশ কিছুদিন প্রিয়াঙ্কা মিত্রের সঙ্গে প্রেম করেছিলেন সায়ন্ত। তবে কয়েকমাসের মধ্যেই চুকে যায় সেই সম্পর্ক। এর কারণ নিয়ে একবার দিদি নম্বর ১-এ এসে প্রিয়াঙ্কা শুধু বলেছিলেন ‘অসুস্থ প্রেম’। যা নিয়ে ভিডিয়ো বানিয়েছিলেন সায়ন্ত তাঁর ইউটিউব চ্যানেলে। এমনকী, প্রিয়াঙ্কা পরবর্তীতে শুভ্রজিতের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরেও সায়ন্তর ইউটিউব চ্যানেল থেকে ‘চিটার ফ্রেন্ড’ বলে ভেসে এসেছিল কটাক্ষ। এতদিন এই নিয়ে একটাও কথা বলেননি প্রিয়াঙ্কা। তবে এবার নিজের বক্তব্য তুলে ধরলেন নিজের চ্যানেলেই।

‘উপরে যিনি আছেন না, তিনি সবটা দেখছেন। পাপের ঘড়া পূর্ণ। কত ভুল করব, ১টা ভুল করে করতে, আরও একটা ভুল। তারপর সেটা চলতে চলতে ২য় ভুল, তারপর এখন ৩য় ভুল। ঠিকই বলেছিলাম আমি অসুস্থ। সেই মেয়েটাকে (কিরণ) দেখলাম না, ২টো সিচুয়েশন বাদ দিলে, মনে হচ্ছিল ওটা আমিই। দেবচন্দ্রিমারও মনে হয়েছে, ও ওকে দেখছে।’, বলেন প্রিয়াঙ্কা।

‘তুই কোন কোন মেয়েকে নিয়ে ঘুরেছিস জানিস সেটা? তোর এই ভিডিয়ো থেকে মেয়েরা জনপ্রিয়তা পায়? তুই জানিস আমি কখনো মুখ খুলিনি, যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে। মিডিয়ায় ওর বাইট দেখে অবাক হয়ে গেলাম। জানি আমি নিজেকে ঠিক প্রমাণ করতে আবার ভিডিয়ো বানাবে। আসলে কে ছেড়েছিল, প্রমাণ দেখাব। প্রতিটা সম্পর্কে কে ঠকায়। ভালো লাগল থাকলাম, ভালো লাগছে না থাকব না… একটা প্রমাণও সামনে আনিনি। শুধু নেতিবাচক জিনিস সহ্য করে গেছি। আমি নিজের জীবনকে কনটেন্ট বানাতে চাইনি।’, আরও বলেন প্রিয়াঙ্কা।

‘থ্যাঙ্ক গড তুই আমার গায়ে হাত দিসনি! ওই যে হাতটা ধরতে এসেছিলিস, তোকে তোর জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম…’, বলেন অভিনেত্রী। দাবি করেন, মেয়েদের নামে বিভিন্ন নোংরা কথা বলা হত তাঁর প্রাক্তন প্রেমিকের গ্যাংয়ের মধ্যে। এমন এমন আলোচনা হত, ‘দম বন্ধ’ লাগত তাঁর। প্রিয়াঙ্কা জানান, তাঁর সঙ্গে ব্রেকআপ করে নেওয়ার পর, তিনি যখন বসে বসে কাঁদছিলেন, তখন মটন খাচ্ছিলেন সায়ন্ত। উপহাস করে বলেছিলেন, ‘আমার বন্ধুরা বেবিসিটিং করছে…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *