সারা বিশ্বেই জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। হোয়াটসঅ্যাপে নর্মাল পার্সন টু পার্সন চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও থাকে। গ্রুপ চ্যাটগুলির একজন প্রধান থাকেন। যাকে গ্রুপ অ্যাডমিন বলা হয়। জানা গিয়েছে, এই গ্রুপ অ্যাডমিন হতে গেলে এবার থেকে টাকা দিতে হবে। নির্দিষ্ট অর্থমূল্যের বিনিময়েই অ্যাডমিন হওয়া যাবে।তবে এই নিয়ম জারি হচ্ছে জিম্বাবোয়েতে। জিম্বাবোয়ে সরকার সম্প্রতি একটি নয়া নিয়ম জারি করেছে। সেখানে বলা হয়েছে, অ্যাডমিন হতে গেলে সরকারের খাতায় এবার থেকে রেজিস্ট্রেশন করাতে হবে।
পোস্ট অ্যান্ড টেলিকম রেগুলেটরি অথরিটি অব জিম্বাবোয়ের দফতরে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এর ভিত্তিতে একটি লাইসেন্স দেওয়া হবে সরকারের তরফে।এই লাইসেন্স ফি বাবদ ৫০ ডলার দিতে হবে সরকারকে। ৫০ ডলার লাইসেন্সের ন্যুনতম অঙ্ক ধার্য করা হয়েছে। কেন এই নিয়ম করা হয়েছে তারও ব্য়াখ্যা দিয়েছে জিম্বাবোয়ে সরকার।বলা হয়েছে, বিভিন্ন গ্রুপ থেকে বিচ্ছিন্নতাবাদী বার্তা ছড়ানো হয়ে থাকে। গ্রুপ অ্যাডমিনরাই যার নেপথ্যে থাকে। এই ধরনের বার্তার জেরে দাঙ্গার আশঙ্কা পর্যন্ত থাকে। ভারতেও এমন ঘটনার উদাহরণ রয়েছে।
এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই গ্রুপ অ্যাডমিনদের নিয়ে কড়া হচ্ছে জিম্বাবোয়ে সরকার। ভারতে হোয়াটসঅ্যাপে এই ধরনের কার্যকলাপ চললেও এই মুহূর্তে এমন কোনও নিয়ম জারি হচ্ছে না।