এবার হারলে আর নির্বাচন করবেন না ট্রাম্প

Spread the love

আগামী ৫ নভেম্বর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে ২০২৮ সালের নির্বাচনে আবার অংশ নেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিসের কাছে হেরে গেলে তিনি আরও একবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিতে পারেন কিনা।

জবাবে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘না, আমি করব না। আমি মনে করি… এটাই (শেষবার) হবে। (পুনরায় ভোটে প্রতিদ্বন্দ্বিতার মতো বিষয়) আমি একেবারেই দেখতে পাচ্ছি না।’

ট্রাম্প অবশ্য আগামী ৫ নভেম্বরের নির্বাচনে সফল হওয়ার আশা করেছেন। তিনি বলেন, ‘আশা করি, আমরা খুব সফল হতে যাচ্ছি।’

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারেন না এবং এই কারণে আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে ২০২৮ সালে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা যায় না।

৭৮ বছর বয়সি ট্রাম্প টানা তিনটি জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে ২০২০ সালে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সাম্প্রতিক একাধিক জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় ট্রাম্পকে পেছনে ফেলেছেন কামালা হ্যারিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *