প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী মদন লাল বুধবার লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা একহাত নিয়েছেন। মঙ্গলবার আইপিএল ২০২৫-এর ম্যাচে পঞ্জাব কিংসের কাছে লখনউ সুপার জায়ান্টস বাজে ভাবেই ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে হেরে যায়। এর পরেই সঞ্জীব গোয়েঙ্কা ক্ষিপ্ত হয়ে দলের অধিনায়ক ঋষভ পন্তের সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন।
আর এই ছবি নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল ছবিতে পরিষ্কার দেখা গিয়েছে, বিরক্ত এবং ক্ষিপ্ত হয়ে গোয়েঙ্কা রীতিমতো আঙুল তুলে পন্তকে ধমকাচ্ছেন। এবারই এমন ঘটনা প্রথম বার ঘটনালেন এসএসজি কর্ণধার, এমনটা নয়। গত মরশুমেও (২০২৪ সালে) তিনি দলের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে এই ধরনের আচরণই করেছিলেন।
গোয়েঙ্কাকে একহাত নিলেন ভারতের প্রাক্তনী
আর এই ছবি দেখার পর চটেছেন মদন লাল। তিনি গোয়েঙ্কা সাফ বলে দিয়েছেন, খেলোয়াড়দের উপর চাপ তৈরি না করতে। তাঁদের খোলা মনে খেলতে দেওয়ার কথা বলেছেন ভারতের প্রাক্তনী। তিনি নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি ঋষভ এবং মিস্টার সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে কী আলোচনা হয়েছে, জানি না। এইগুলো ভিতরেও ঘটতে পারত। তবে ছেলেদের খেলা উপভোগ করতে দিন, তাদের স্বাধীন ভাবে খেলতে দিন। ২০/২০ ক্রিকেটে ফলাফল খুবই অপ্রত্যাশিত।’পন্তকে লখনউ সুপার জায়ান্টস এই মরশুমে মেগা নিলাম থেকে ২৭ কোটিতে কিনে নিয়েছিল। তবে পন্ত এবার আইপিএলে একবারই ভালো ছন্দে নেই। তিন ম্যাচে তাঁর মোট সংগ্রহ মাত্র ১৭ রান। পঞ্জাব কিংসের কাছে হারের পরে পুরো টিমই হতাশ ছিলেন। ম্যাচের পর পন্ত বলেছেন, ‘এই রানটা যথেষ্ট ছিল না, আমরা ২০-২৫ রান কম করেছিলাম। তবে এটি খেলার অংশ। আমাদের প্রথম ঘরের মাঠে ম্যাচ ছিল, তাই এখনও পরিস্থিতি মূল্যায়ন করে উঠতে পারিনি। আমরা ভালো খেলতেও পারিনি।’
৮ উইকেটে লজ্জাজনক হার লখনউয়ের
টস হেরে লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করতে নামে। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে লখনউ। নিকোলাস পুরান ৩০ বলে ৪৪ করেন। ৩৩ বলে ৪১ করেন আয়ুষ বাদোনি। পঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। জবাবে রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফেলে পঞ্জাব। ৩৪ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন প্রভসিমরন সিং। এছাড়া ৩০ বলে অপরাজিত ৫২ করেন শ্রেয়স আইয়ার। ২৫ বলে ৪৩ করে অপরাজিত থাকেন নেহাল ওয়াধেরা। ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় পঞ্জাব।