এল দুগ্গামণি ও বাঘ মামার(Bagh Mama) প্রথম সপ্তাহের টিআরপি(Trp)। রাত সাড়ে ৯টার স্লট দেওয়া হয়েছে। মানালি দে, রাহুল দেব বোসের ধারাবাহিক। যদিও এই মেগার অন্যতম আকর্ষণ হলেন খুদে শিশুশিল্পী রাধিকা কর্মকার ও ফুগলা। তবে প্রথম সপ্তাহের টিআরপির ফল আসতেই দেখা গেল, সেভাবে কামাল করতে পারল না মেগা। মাত্র ৫.০ রেটিং পেল। বিপরীতে স্টার জলসার অনুরাগের ছোঁয়া + রোশনাই(১৫ মিনিট)-এর টিআরপি ৪.৮।
এই সপ্তাহেও টিআরপি টপার হল জি বাংলার পরিণীতা। ৭.২ রেটিং পেয়ে রীতিমতো ধরাছোঁয়ার বাইরে এই মেগা। দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রীর নম্বর এদিকে মাত্র ৬.৫। তিন নম্বরে রয়েছে ফুলকি, ৬.৪ রেটিং পেয়ে। সেরা তিনে স্টার জলসার জায়গা না হলেও, চতুর্থ ও পঞ্চম পজিশনে রাঙামতি তীরন্দাজ, গীতা এলএলবি(Gita LLB)।
ছয়ে নেমে এসেছে রাঙামতি তীরন্দাজ আর কথা। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সবচয়ে বেশি অ্যাওয়ার্ড পায় সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যের কথা। একসময় সেরা পাঁচে ছিল বাধাধরা জায়গা। কিন্তু দেখা যায়, হঠাৎ করেই নম্বর কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকছে।
বন্ধ হয়ে যাচ্ছে উড়ান। কিন্তু অবাক করে চলতি সপ্তাহে টিআরপিতে বেশ ভালো নম্বর তুলল জলসার এই মেগা। চিরসখা-ও নম্বর বাড়িয়ে আসছে ট্র্যাকে। মিত্তির বাড়ি পেল নয় নম্বর স্থান। আর দশে জায়গা হল দুগ্গামণি ও বাঘমামার। দ্বৈতভাবে গৃহপ্রবেশের সঙ্গে দশম স্থানে এই সিরিয়াল।
দেখে নিন টিআরপি-তে সেরা ১০ তালিকা:
প্রথম: পরিণীতা (৭.২)
দ্বিতীয়: জগদ্ধাত্রী (৬.৫)
তৃতীয়: ফুলকি (৬.৪)
চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.৩)
পঞ্চম: গীতা এলএলবি (৬.২)
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে/ কথা (৬.১)
সপ্তম: উড়ান (৫.৭)
অষ্টম: চিরসখা (৫.২)
নবম: মিত্তির বাড়ি (৫.১)
দশম: গৃহপ্রবেশ/ দুগ্গামণি ও বাঘমামা (৫.০)
শেষ টিআরপ আনন্দী (৪.৯) ও নিম ফুলের মধু (৩.৮)-রও। আর জি বাংলার এই দুটি মেগা শেষ সপ্তাহে এসেও রাখতে পারল না স্লট। বিপরীতে থাকা গীতা এলএলবি ও তেঁতুলপাতা-কে বাজিমাত করতে চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে তুই আমার হিরো ও চিরদিনই তুমি যে আমার। এই দুই মেগার টিআরপি আসবে আগামী সপ্তাহে। দেখার, কমন ফল করে তা টিআরপি চার্টে।