কনসার্ট আপডেট দিয়ে কী জানালেন সারেগামাপার এবারের বিজয়ী?

Spread the love

সদ্যই শেষ হয়েছে এবারের সারেগামাপার সিজন। সেখানে বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী রায়। জি বাংলার মঞ্চের এই রিয়েলিটি শোয়ের সুরেলা সফর শেষ হতে না হতেই নতুন শুরুর আপডেট দিলেন তিনি। কী জানালেন তাঁর শো এবং কনসার্টের বিষয়ে?

কী জানালেন দেয়াশিনী?

এদিন দেয়াশিনী একটি ভিডিয়ো পোস্ট করে জানান তিনি কোনও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত নন। তাঁকে কোনও শো বা কনসার্টের জন্য বুক করতে হলে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে হবে। এদিন এই ভিডিয়োতে এবারের সারেগামাপার বিজয়ী বলেন, ‘হ্যালো সবাইকে। নমস্কার। আমি দেয়াশিনী রায়। এটা একটি ইনফরমেশন ভিডিয়ো। আমি কোনও ইভেন্ট বা কারও সঙ্গে যুক্ত নই। আমার সঙ্গে যে কোনও শো বা অন্যান্য প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে।’

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, একা দেয়াশিনী নয়। সারেগামাপা শেষ হতে না হতে নতুন শুরুর খবর দিয়েছেন এবারের ফার্স্ট রানার আপ ময়ূরী দারানিও। তিনি জানিয়েছেন এবার থেকে শো এবং কনসার্ট করবেন।

এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালে

বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী। দ্বিতীয় স্থানে আছেন ময়ূরী। না, তবে ময়ূরী একা নন। এই একই পদে রয়েছেন সাঁই-ও। তৃতীয় স্থান অধিকার করেছেন সত্যজিৎ। পাহাড়ের ছেলে আরিয়ান কোনও স্থান পাননি। তবে আরাত্রিকা পেয়েছে একটি বিশেষ সম্মান। কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এদিন। অন্যদিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু। দ্বিতীয় স্থানে আছে ঐশী। তৃতীয় স্থানে অনীক। সৃজিতা চতুর্থ হয়েছে।

সানরাইজের তরফে দেয়াশিনী পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। এছাড়া দুই বিজয়ী যুগ্ম ভাবে পেয়েছেন শ্যাম স্টিলের তরফে ৫ লাখ, বার্জারের তরফে বাড়ি রং করার সুযোগ সহ পিসি চন্দ্র জুয়েলার্সের সোনার গয়না এবং গ্যাসোফাস্টের তরফে ৫ লাখ টাকা। আনমোল মারির তরফে আরও ৩ লাখ, শালিমারের তরফে ২ লাখ, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফে ১.৫ লাখ, খুকুমণি ছআলতা সিঁদুরের তরফে ২ লাখ, মুখরোচকের তরফে ৩ লাখ এবং গিফট হ্যাম্পার পেয়েছেন দুজনেই যা ভাগ করে নেবেন। গ্ল্যামারের তরফে দুজনে ২০ হাজার টাকা করে পেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *