কয়েক জন ক্রিকেটার নগ্ন ছবি পাঠাত

Spread the love

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার বর্তমানে আইপিএল ২০২৫-এ ধারাভাষ্য দিচ্ছেন, কিন্তু এরই মধ্যে তাঁর মেয়ে আনায়া একটি সাক্ষাৎকারে এমন একটি অভিযোগ করেছেন, যা সত্যিই মর্মান্তিক। সঞ্জয় বাঙ্গরের মেয়ে আনায়া আগে ছেলে ছিলেন, তখন নাম ছিল আরিয়ান বাঙ্গার। কিন্তু হরমনজনিত সমস্যার কারণে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করেন। তিনি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হন। দীর্ঘদিন লন্ডনে থাকার পর, অনায়া বাঙ্গার সম্প্রতি ভারতে ফিরে এসেছেন এবং এখানে আসার সঙ্গে সঙ্গে তিনি একটি সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেছেন।

এক সাক্ষাৎকারে আনায়া ছেলে থেকে মেয়েতে রূপান্তরের পেছনের গল্পটি শেয়ার করতে গিয়ে, যেসব সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, সে কথাও তুলে ধরেছেন। আনায়া বাঙ্গার জানিয়েছেন, একজন বড় ভারতীয় ক্রিকেটার তাঁর সঙ্গে সম্পর্কের কথা বলতেন। এছাড়া আরও কিছু খেলোয়াড় তাঁকে অশ্লীল ছবি পাঠাতেন।

আনায়া বাঙ্গারের যন্ত্রণা সামনে এলো

লালন টপের সঙ্গে একান্ত আলাপচারিতায় আনায়া বাঙ্গার বলেছেন, ‘যখন আমি আট বা নয় বছর বয়সী ছিলাম, তখন আমি আমার মায়ের আলমারি থেকে কাপড় নিয়ে পরতাম। তারপর, আমি আয়নার দিকে তাকিয়ে বলতাম, আমি একজন মেয়ে। আমি একজন মেয়ে হতে চাই।’

তিনি যোগ করেছেন, ‘আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো কিছু সুপরিচিত ক্রিকেটারের সঙ্গে খেলেছি। বাবা একজন সুপরিচিত ব্যক্তিত্ব হওয়ায় আমাকে নিজের সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে হয়েছিল। ক্রিকেট বিশ্ব নিরাপত্তাহীনতায় ভোগে এবং এখানে বিষাক্ত পুরুষত্বে ভরা।’

‘ক্রিকেটাররা তাঁদের নগ্ন ছবি আমাকে পাঠাত। যে ব্যক্তি সবার সামনে আমাকে গালি দিত, সেই তিনিই আবার আমার পাশে এসে বসতেন এবং আমার ছবি চাইতেন। আরও একটি ঘটনা, যখন আমি ভারতে ছিলাম, তখন একজন অভিজ্ঞ ক্রিকেটারকে আমার পরিস্থিতি সম্পর্কে বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, চলো গাড়িতে যাই। তোমার সাথে সেক্স করতে চাই।’

শুধু তাই নয়, অনন্যা বাঙ্গার তাঁর বাবার সম্পর্কে কিছু মজার কথাও বলেছেন। তিনি বলেন, ‘আমার লিঙ্গ পরিবর্তনের পর বাবা আমাকে বলেছিল যে, আমার ক্রিকেট খেলা বন্ধ করা উচিত। ক্রিকেটে আমার আর কোনও স্থান নেই।’

আনায়া কীসের জন্য দুঃখিত?

ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়ার পরেও আনায়া একটা বিষয় নিয়ে দুঃখিত। তিনি বলেন, মহিলা ক্রিকেটে ট্রান্সজেন্ডারদের খেলার অনুমতি দেওয়া উচিত। তার টেস্টোস্টেরনের মাত্রা অন্যান্য মেয়েদের মতোই। আনায়ার ইচ্ছে, দেশের মহিলা দলের হয়ে অংশগ্রহণ করা।

আইসিসি অবশ্য আগেই ঘোষণা করেছিল যে, ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদরা মহিলা ক্রিকেট খেলতে পারবেন না। এর নিয়ে আনায়া বাঙ্গার এই সিদ্ধান্তে তাঁর হতাশাও প্রকাশ করেন। তিনি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেছেন, ‘ক্রীড়াবিদদের তাদের আবেগ এবং পরিচয়ের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *