কলকাতায় বেসরকারি হাসপাতালের নার্সিংহোমের অপারেশন থিয়েটারে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল জানলার কাচ। তবে তখন অপারেশন থিয়েটারটিতে কেউ না থাকায় প্রাণহানি এড়ানো গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ।
কলকাতার এন্টালি থানা এলাকায় সিআইটি রোডের ওপর বেসরকারি হাসপাতালটি বেশ পুরনো। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ বেসরকারি হাসপাতালের দোতলার অপারেশন থিয়েটার থেকে বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া যায়। কেঁপে ওঠে গোটা ভবনটি। বহুতলের একাধিক জানলার কাচ ভেঙে পড়ে। আতঙ্কে চিৎকার শুরু করে দেন হাসপাতালের বিভিন্ন তলে ভর্তি রোগীরা। হাসপাতালটির সামনে ফুটপাথে থাকা মানুষজনও আতঙ্কে যে যেদিকে পারে পালান।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অপারেশন থিয়েটারে অক্সিজেন বা অন্য কোনও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কিন্তু পরে দেখা যায় শল্যচিকিৎসার যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে ব্যবহৃত অটোক্লেভ মেশিনটি ফেটেছে।
খবর পেয়ে বেসরকারি হাসপাতালটিতে পৌঁছন এন্টালি থানার পুলিশ আধিকারিকরা। কী ভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছেন তাঁরা। যান্ত্রিক ত্রুটি, না কারও গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।
স্থানীয় এক দোকানি জানান, রাত সাড়ে আটটায় তখন দোকানের শাটার বন্ধ করে বাড়ি যাওয়ার তোড়জোড় করছি। হঠাৎ শুনি বিকট বিস্ফোরণ। প্রথমে ভেবেছিলাম বাড়িটাই বুঝি ভেঙে পড়বে। ভয়ে দৌড়ে কিছু দূরে গিয়ে দেখি ওপর থেকে জানলার কাচ খসে পড়ছে। হাসপাতালে এরকম বিস্ফোরণ হতে পারে কখনও ভাবিনি।
এই ঘটনায় হাসপাতালের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।