খুশির ইদেও বিরাম রইল না লাঠালাঠির। কারা আগে নমাজ পড়বে এই নিয়ে বিবাদের জেরে উত্তর দিনাজপুরের গুঞ্জরিয়ায় ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। ইদের দিন পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় ইসলামপুর পুলিশ জেলার আধিকারিকদের। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, সোমবার ইদের দিন গুঞ্জরিয়ায় বাংলা – বিহার সীমান্তে মুসলিম অধ্যুষিত ওই এলাকায় হাজির হন হাজার হাজার মানুষ। বেশ কয়কেটি গ্রামের মানুষ একই ইদগাঁয় নমাজ পড়তে চলে আসেন। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কারা আগে নমাজ পড়বে তা নিয়ে ২ পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এরই মধ্যে লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালায় দুপক্ষ। নমাজ পড়া স্থগিত রেখে একে অপরকে পেটাতে ব্যস্ত হয়ে পড়ে দুপক্ষ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ওদিকে বিহারের কিশানগঞ্জ জেলা পুলিশ পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে। তবে কয়েক হাজার জনতার সামনে পুলিশের সংখ্যা ছিল নগন্য। বেশ কিছুক্ষণ পর সংঘর্ষ থামে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইদের দিন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে এলাকার আইনশৃঙ্খলা নিয়ে।