প্রায় দেড় মাসের বেশি সময় ধরে বিতর্কে জড়িয়ে থাকার পর অবশেষে নিজের পুরনো ছন্দে ফিরতে সক্ষম হলেন রণবীর আল্লাহবাদিয়া। সকলের কাছে ক্ষমা চেয়ে এক বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নতুন যাত্রা শুরু করলেন রণবীর।
দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব শুরু করতে গিয়ে রণবীর প্রথমেই সকলের থেকে ক্ষমা চেয়ে নেন। বিগত কিছুদিন যাবত তিনি নিজের জীবনের একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন, তা স্বীকার করে রণবীর বলেন, ‘সকলকে নমস্কার। এই কঠিন সময়ে আমার পাশে যারা ছিলেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ। আপনাদের পজিটিভ মন্তব্য আমাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করল।’
রণবীর বলেন, ‘এই কঠিন সময়ে আমার পরিবার আমায় ছেড়ে যাননি, আমার সঙ্গে যারা কাজ করেন তাদের মধ্যে কেউ আমাকে ছেড়ে যাননি, এমনকি যারা আমার শোয়ে লগ্নী করেন তাদের মধ্যে কেউই আমাকে ছেড়ে যাননি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এত খারাপ মন্তব্য, সংবাদমাধ্যমে আমাকে নিয়ে লেখালেখি, সর্বসমক্ষে প্রাণনাশের হুমকি, সবকিছুই আমি দেখেছি একেবারে সামনে থেকে। এই সময়টাকে আমার জীবনের একটা খারাপ সময় বলেই ধরে নিয়েছি আমি।’
রণবীরের কথায়, ‘আমি আমার কাজকে ভীষণভাবে ভালবাসি। আমি আমার কাজ নিয়েই থাকতে চাই। সমস্ত ভুল ভ্রান্তি দূরে সরিয়ে আমি আবার মন দিয়ে কাজ করতে চাই। আমি আমার কাজের মাধ্যমে আবার সকলের কাছাকাছি আসতে চাই। তবে যে ভুল আমি একবার করেছি, সেই ভুল আর কোনওদিন আমি করবো না। কাজে ফোকাস করা ছাড়া আমার কাছে আর অন্য কোনও লক্ষ্য নেই।’
দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বে রণবীরের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন এক বৌদ্ধ সন্ন্যাসী। বৌদি সন্ন্যাসীর সঙ্গে আলাপচারিতায় রণবীর বলেন, ‘আমি আমার জীবনে যা ভাল পেয়েছি তার জন্য সব সময় আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি। আমার খারাপ সময় নিয়েও আমি কখনও ঈশ্বরকে দোষারোপ করিনি। আমার মনে হয়েছে নিশ্চয়ই আমি কিছু খারাপ করেছি তাই আমার সঙ্গে এটা হল।’রণবীরের কথার উত্তরে সন্ন্যাসী বলেন, ‘প্রত্যেক মানুষ নিজের জীবনে কখনও না কখনও ভুল করেন। তবে এই ভুল থেকে যারা শিক্ষা নেন, যারা নিজের ভুল স্বীকার করে নেন, তাদের আগামী পথ অনেক মসৃণ হয়ে যায়। এমন কোনও ভুল যা ক্ষমা করা যায় না, সেই ভুলের জন্য যদি কেউ ক্ষমা চায় তাহলে অবশ্যই ঈশ্বর তাঁকে ক্ষমা করে দেন।’
প্রসঙ্গত, প্রায় দেড় মাস পর ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করেছিলেন রণবীর। পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি আবার নতুনভাবে সবকিছু শুরু করছি। এই ভাবেই আমার পাশে থাকুন। আমাকে সাপোর্ট করুন।’