কিউবার দিকে ধেয়ে আসছে হারিকেন ‘অস্কার’

Spread the love

প্রধান বিদ্যুৎকেন্দ্র বিকল হয়ে যাওয়ায় এখন পর্যন্ত কার্যত অন্ধকারে কিউবা। এর মধ্যেই দেশটির দিকে ধেয়ে আসছে একটি হারিকেন ঘূর্ণিঝড়। ‘অস্কার’ নামে ঘূর্ণিঝড়টি ২০ অক্টোবর যেকোনো সময় দেশটির উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। খবর আল জাজিরার।

গত শুক্রবার (১৮ অক্টোবর) থেকে কিউবার প্রধান বিদ্যুৎকেন্দ্র পরপর দুইবার বিকল হয়েছে। সবশেষ শনিবার (১৯ অক্টোবর) জাতীয় গ্রিড বিকল হয়ে যাওয়ার পর দেশজুড়ে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়। যা এখনও অব্যাহত রয়েছে। 

মুদ্রাস্ফীতীর বিরুদ্ধে লড়াইরত ক্যারিবীয় দেশটিতে খাদ্য, ওষুধ, জ্বালানি ও পানির ঘাটতির কারণে জনগণ বেশ বিপাকে পড়েছে। এরই মধ্যে দেশটির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অস্কার’।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল শনিবার ঘূর্ণিঝড় নিয়ে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, কর্তৃপক্ষ হারিকেন ‘অস্কার’র তাণ্ডব থেকে জনগণ ও সম্পদ রক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য মতে, আগামী রোববার ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে পূর্ব কিউবায় আঘাত হানতে পারে ‘অস্কার’। এর ফলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

কিউবার প্রেসিডেন্ট আরেক পোস্টে বলেন, বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ১৬ শতাংশ ভোক্তা বিদ্যুৎ পাচ্ছেন। প্রায় ৫০০ মেগাওয়াট উৎপন্ন হচ্ছে, যা দেশের ৩৩ হাজার মেগাওয়াট চাহিদার একাংশ মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *