মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন নেপালের ৫ নাগরিক। শনিবার (১ ফেব্রুয়ারি) বিহারের মুজাফফরপুর জেলার মধুবনী চার লেনের বাইপাসে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে দ্রুতগামী গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনার ছবিতে দেখা গেছে, গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে এবং জানালার কাঁচ ভেঙে গেছে। কর্মকর্তারা জানান, গাড়িতে মোট নয়জন ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান এবং আরও চারজন গুরুতর আহত হন। তারা সবাই নেপালের নাগরিক।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি উল্টে যাওয়ার পর দুর্ঘটনাস্থল থেকে চিৎকার ভেসে আসছিল। চার লেনের রাস্তায় এ সময় কয়েকজন বাইকার অনুশীলন করছিলেন। তাদের মধ্যে এক বাইকারের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে দ্রুতগামী গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে পাঁচবার ডিগবাজি খায় সেটি।
গাড়িটি যখন উল্টে যায় তখন বাইকাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গাড়ির এয়ারব্যাগগুলো না খোলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আমরা গাড়ি থেকে আরও চারজনকে উদ্ধার করেছি। স্থানীয়রা আহতদের গাড়ি থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। তাদের চিকিৎসার জন্য শ্রী কৃষ্ণ মেমোরিয়াল মেডিকেল কলেজে (এসকেএমসিএইচ) নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমরা দুর্ঘটনার বিষয়ে নেপালি কর্তৃপক্ষকে অবহিত করেছি। নিহতদের পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি।’