কোপায় অঘটন ঘটিয়ে ফাইনালে কলম্বিয়া! ১০ জনে খেলে হারিয়ে দিল উরুগুয়েকে

Spread the love

কোপা আমেরিকায়(Copa America) ব্রাজিলকে(Brasil) হারানো উরুগুয়েকে ছিটকে দিল কলোম্বিয়া। ১৫ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে কলম্বিয়া শিবির। একমাত্র গোলে উরুগুয়ে বধ লুইস দিয়াজ, জেমস রদ্রিগেজদের। এই ম্যাচে জেমস রদ্রিগেজ গোল না পেলেও নিজেকে নতুন করেই চিনিয়েছেন তিনি। উইদ্রল ফরওয়ার্ড হিসেবে অনবদ্য ফুটবল খেলেন তিনি। পিছন থেকে একের পর এক ফাইনাল থার্ডে পাস বাড়াতে থাকেন এই বর্ষিয়ান স্ট্রাইকার। সেই সুবাদেই শক্তিশালী উরুগুয়েকে হারিয়ে দিল তাঁরা।  আগেই ফাইনালে পৌঁছে গেছিল লিওনেল মেসির আর্জেন্তিনা। সোমবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় কোপার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিপক্ষে খেলতে নামবে কলম্বিয়া দল। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও লালকার্ড দেখায় পরের ম্যাচে নেই কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ।

১০ জনে খেলেও উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে আনল কলম্বিয়া। কোপা আমেরিকার(Copa America) সেমিফাইনালে ১-০ গোলে জিতল নেস্তর লরেঞ্জোর দল। ম্যাচে বল পজিশন উরুগুয়ের দখলে সিংহভাগ থাকলেও কলম্বিয়ার রক্ষণ দূর্গ পতন করতে পারেনি আরাউজো, বেনতাকুররা। ম্যাচে মোট ১১টা শট নিলেও উরুগুয়ে তাঁর মধ্যে মাত্র ২টি গোলমুখী শট নেয়, সেখানে চারটি গোলমুখী শট নিয়ে একটি গোল করে ম্যাচ জিতে যায় কলম্বিয়া। ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জেফারসন লেরমা। এক্ষেত্রে বর্ষিয়ান ফুটবলার জেমস রদ্রিগেজের পাস থেকে গোল করে যান লেরমা। 

কোপা আমেরিকার সেমিফাইনালে অঘটন ঘটানোর পর এবার কলম্বিয়ার কাছে সুযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে আর্জেন্তিনা বধের। যদিও কাজটা পাহাড়প্রমাণ, তবুও লিওনেল মেসিদের বিরুদ্ধে নামার আগে শক্তিশালী উরুগুয়ে বধই আত্মবিশ্বাস জোগাচ্ছে জেমস রদ্রিগেজ, জন করদোবাদের।

গোলের পরই অবশ্য কিছুটা চাপে পড়ে যায় কলম্বিয়া। টানটান উত্তেজনার ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজকে নামিয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান উরুগুয়ের কোচ। কিন্তু প্রতিপক্ষ দলের ফুটবলারদের পেনিট্রেটিভ জোনে সেভাবে সুযোগই দেয়নি কলম্বিয়া। ফেভারিট হিসেবে সেমিফাইনালে মাঠে নামলেও ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল উরুগুয়ে। এক্ষেত্রে বলাই বাহুল্য, উরুগুয়ের তিন ডিফেন্ডার নিয়ে খেলার ছক ঠিক ক্লিক করেনি। ম্যাচের শুরু থেকে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়েই দলের পতন ডেকে আনেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *