পয়লা বৈশাখের ঠিক মুখেই ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে কিলবিল সোসাইটি। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আনন্দ করের পরিবর্তে মৃত্যুঞ্জয় কর হয়ে ধরা দিতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে থাকবেন কৌশানি মুখোপাধ্যায়। এদিন প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির ঝলকে দেখা যাচ্ছে কৌশানি মুখোপাধ্যায়ের থুড়ি পর্ণা আইচের কোনও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই ভিডিয়ো কয়েকটা অ্যাডাল্ট সাইটেও ঢুকে গিয়েছে। সেই ঘটনার কথা জানাজানি হতে পরিবারের তরফেও নানা আকথা কুকথা শুনতে হয় তাঁকে। তার তাঁকে বারবনিতাদের সঙ্গে তুলনা টেনে বলেন, ‘এর থেকে তো ল্যাম্পপোস্টের তলায় দাঁড়াতে পারতিস…’ এত স্ট্রেস, অপমান, বদনামের মাঝে দিশেহারা হয়ে পড়ে পর্ণা। সে সব কিছুর থেকে ছুটি চায়। অর্থাৎ নিজেকে শেষ করে দিতে চায়। আর তখনই নিজেরই মৃত্যুর পরোয়ানা দেয় কিলবিল সোসাইটিকে। আর সেই সোসাইটির তরফে সেখানে আসেন পরমব্রত চট্টোপাধ্যায় অর্থাৎ মৃত্যুঞ্জয় কর।
পর্ণাকে কি তিনি সত্যিই খুন করবেন নাকি বাঁচিয়ে ফেরাবেন? প্রসঙ্গত ট্রেলারে দেখা যায় মৃত্যুঞ্জয়ের ক্যানসার হয়েছে। তাঁর মৃত্যু আসন্ন। এমন অবস্থায় তাঁরা কি একে অন্যের প্রেমে পড়বেন নাকি মৃত্যু আলাদা করবে তাঁদের? ছবির এবারের ট্যাগলাইন ‘নিয়তির এই স্ক্রিপ্টে দ্য এন্ড কে লিখবে মৃত্যু নাকি প্রেম?’
বলাই বাহুল্য এই ট্রেলার দেখে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে পৌঁছেছে কিলবিল সোসাইটি নিয়ে। এখন কেবল মুক্তির অপেক্ষা।
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনা এসভিএফ। মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখ। কিলবিল সোসাইটি ছবিটি আগামী ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে।