গাইতে গিয়ে জমিয়ে নাচ! হঠাৎই ব্যথায় কাতরাতে শুরু করেন

Spread the love

পুণেতে ছিল শো, সেখানেই জমিয়ে পারফর্ম করছিলেন সোনু নিগম। গানের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা যায় তাঁকে। আর তারপরই যন্ত্রণায় মুষড়ে পড়েন তিনি। ছটফট করতে থাকেন, তবে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না তাঁর। কোনওরকমে টিমের অন্যান্যরা গিয়ে গায়ককে মঞ্চ থেকে নামিয়ে আনেন। পা টেনে কোমর দুমরে-মুচড়ে ব্যাথা লাঘব করার চেষ্টা চলছিল, তবে লাভের লাভ কিচ্ছু হয়নি। অগত্যা আপাতত বিছানায় শয্যাশায়ী সোনু।

পুণে থেকেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন গায়ক। যেখানে বিছানায় শুয়েই ক্যামেরার সামনে কথা বলতে দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘Difficile I’m Alive (অনেক কষ্টকরে বেঁচে আছি। গাতে গাতে ঝটকা দেতে হ্যায় না (গান গাওয়ার সময় আমরা নাচ করি), এটিও খিঁচুনি সৃষ্টি করতে পারে। তবে কোনওমতে সামলে নিলাম। মানুষ যখন আমার কাছ থেকে এত বেশি প্রত্যাশা করেন তখন আমি কখনই কম করতে বা কম দিতে চাই না। হো গয়া আচ্ছা (এটা ভাল হয়েছে) আমি খুশি। তবে এটা এখন তীব্র আকার ধারণ করেছে।’

সোনু নিজের কষ্টের বর্ণনা দিয়ে বলেন, ‘খুব অসহনীয়, অসহ্য যন্ত্রণা। লাগা থা এক সুই মেরে মেরুদণ্ড লাগা রাখি হ্যায়। ইতনা সা ইয়াহা সে ওয়াহা হো অউর সুই মেরুদণ্ড মে ঘুস জায়েগি (আমার মনে হচ্ছিল যেন একটা সূঁচ আমার মেরুদণ্ডে বিঁধছে। আমি একটু নড়াচড়া করতাম এবং একটু নড়াচড়া করলে সূঁচটি আমার মেরুদণ্ডে বিঁধছিল)। এরকমই ছিল। সত্যিই খারাপ’। ভিডিওটি শেয়ার করে সোনু ক্যাপশনে লিখেছেন, ‘সরস্বতীজি কাল রাতে আমার হাত ধরেছিলেন (হাত জোড় করা ইমোজি)।

জানা যাচ্ছে, শোয়ের আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তবে তারপরও তিনি শো করতে ওঠেন। আর তাতেই বিষয়টি আরও বেড়ে যায়। এদিকে গায়ককে এতটা পেশাদার হতে দেখে, যন্ত্রণা সত্ত্বেও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করতে দেখে সোনুর প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। এক অনুরাগী ইনস্টাগ্রামে শোয়ের কিছু অংশ শেয়ার করে হিন্দিতে লেখেন, ‘গত রাতে (রবিবার) সোনু নিগমের পুণেতে একটি শো ছিল। শোয়ের আগে পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তাঁর। তবে সেসব একপাশে সরিয়ে রেখে মঞ্চে ওঠার মুহূর্তে তিনি তাঁর অনুরাগীদের এসব কিছুই বুঝতে দেননি। আরও জমিয়ে পারফর্ম করেন তিনি। এটা সত্যিই আশ্চর্যজনক!। আমি আশা করি এই শক্তি সবসময় আপনার সঙ্গে থাকবে।’

অনুরাগীর এই পোস্ট নিজের ইনস্টাস্টোরিতে শেয়ারও করেন সোনু নিগম।প্রসঙ্গত সোনু নিগম মূলত হিন্দিতে ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন। এছাড়াও কন্নড়, ওড়িয়া, বাংলা, গুজরাটি, তামিল, তেলুগু, মারাঠি, নেপালি, মালয়ালম, কন্নড়, ভোজপুরি এবং অন্যান্য একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। এদিকে সম্প্রতি কিশোর কুমার, অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষালকে এখনও পদ্ম পুরস্কার দেওয়া হয়নি, তাই দুঃখ প্রকাশ করলেন সোনু নিগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *