গৃহবধূকে ধর্ষণের অভিযোগ TMC পঞ্চায়েত সদস্য মাসুদুরের বিরুদ্ধে

Spread the love

বাড়িতে ঢুকে গৃহবধূকে মারধর ও ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, গ্রামবাসীরা ওই তৃণমূল নেতাকে আটকে রাখলে অনুগামীরা মারধর করে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। ঘটনা মালদার গাজোলের আলাল এলাকার। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবার।

অভিযোগ, রবিবার রাত ১০ নাগাদ মাসুদুর রহমান ওই গৃহবধূর ঘরে ঢোকেন বলে অভিযোগ। ঘরে তখন বধূ একাই ছিলেন। অভিযোগ তাঁকে মারধর করে ধর্ষণ করেন মাসুদুর। পাশে থাকেন তাঁর দেওর ও শ্বশুর। বধূর চিৎকারে ছুটে আসেন তাঁরা। এর পর মাসুদুরকে হাতে নাতে ধরে ফেলেন নির্যাতিতার পরিজন ও গ্রামবাসীরা। অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা।

অভিযোগ, পুলিশ আসার আগেই সেখানে পৌঁছে যায় মাসুদুরের অনুগামীরা। গ্রামবাসীদের মারধর করে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায় তারা।

এর পর নির্যাতিতাকে নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে যাওয়ার সময় ফের তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ। এর পর থানায় গিয়ে মাসুদুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা হয়েছে। তবে অভযুক্তকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *