গ্রামের বাসিন্দার আধার দিয়ে সিম কিনেছিল সইফের হামলাকারী

Spread the love

সইফ আলি খানের ওপর হামলাকারী বাংলাদেশি শরিফউল ইসলাম শেহেজাদ পশ্চিমবঙ্গের এক বাসিন্দার আধার নম্বর ব্যবহার করে সিম তুলেছিলেন বলে আগেই জানিয়েছিল মুম্বুই পুলিশ। এবার জানা গেল সেই ব্যক্তির ঠিকানা। খুকুমণি জাহাঙ্গির শেখ নামে ওই ব্যক্তির বাড়ি নদিয়ার চাপড়া ব্লকের বড় আন্দুলিয়ায়। জলঙ্গী নদীর পাড়ে বড় আন্দুলিয়া গ্রাম থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মেরে কেটে ৫ কিলোমিটার।

সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় ধৃত যুবক বাংলাদেশি নাগরিক বলে প্রথম দিনই জানিয়েছিল মুম্বই পুলিশ। এর পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন ধৃত যুবক নদিয়া জেলা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। পরে জানা যায় মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে সে। এর পর অসম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘোরে সে। তখনই নদিয়ার বড় আন্দুলিয়ার খুকুমণি জাহাঙ্গির শেখের আধার কার্ড ব্যবহার করে মোবাইলের সিম কার্ড কেনে অভিযুক্ত।

প্রশ্ন উঠছে, যে ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে সিম কিনেছিল শেহজাদ সে কি তার পূর্ব পরিচিত? খুকুমণি জাহাঙ্গির শেখকে কি কোনও রকম জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ? কোনও কথা হয়েছে সিম বিক্রেতার সঙ্গে?

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক ২০২৪ সালের মে মাসে ভারতে অনুপ্রবেশ করে। পশ্চিমবঙ্গে আধার কার্ড তৈরির চেষ্টা করেছিল সে। তবে সফল হয়নি। এর পর সে কাজের খোঁজে মুম্বই যায়। সেখানে বিভিন্ন হোটেলে পরিচারকের কাজ করত সে। সাধারণ এই ধরণের কাজে নিয়োগের জন্য ছোট হোটেলগুলিতে পরিচয়পত্র চাওয়া হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *