ঘরে আটকে রোগীকে বেধড়ক মারধর!

Spread the love

ঘরে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে রোগীকে। শুরু তাই নয়, মার খেতে খেতে যখন ওই রোগী নিস্তেজ হয়ে পড়েছে, তখন তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে দুই ব্যক্তি। ফের চলে তার উপর নির্মম অত্যাচার। বেঙ্গালুরুর কাছে নেলামঙ্গলা এলাকায় একটি রিহ্যাব সেন্টারের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। 

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ৩০ কিলোমিটার দূরে একটি বেসরকারি রিহ্যাব সেন্টারে। ভিডিওতে দেখা গেছে, প্রথমে এক ব্যক্তি রোগীকে মারধর করছে এবং পরে অন্য একজনও লাঠি দিয়ে তাকে একের পর এক আঘাত করতে থাকে। রোগীকে বারবার টেনে টেনে নিয়ে আসা হচ্ছে মারার জন্য।পুলিশ জানিয়েছে, এই ভিডিওটি সম্প্রতি সামনে এলেও ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। শুধু মারধর নয় ওই রিহ্যাব সেন্টারের বেশ কিছু বিতর্কিত ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে। অভিযুক্তরা নিজেদের মধ্যে জন্মদিনের অনুষ্ঠান করছে এবং একটি ধারাল অস্ত্র দিয়ে কেক কাটছে। পুলিশ এর ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে এবং অস্ত্র আইনের আওতায় ব্যবস্থা নিয়েছে।

অন্যদিকে, এই ঘটনায় স্থানীয়রা সেন্টারের রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।স্থানীয়রা এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আর্জি জানিয়েছে। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যের রিহ্যাব সেন্টারগুলিতে প্রায়শই মানসিক এবং শারীরিক অত্যাচারের খবর শিরোনামে আসে। অধিকাংশ ক্ষেত্রে নেশাগ্রস্ত ব্যক্তির পরিবারের সদস্যরাই তাদের এই ধরনের কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করে দেন। তবে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, এই ধরনের যত্রতত্র গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতো রিহ্যাব সেন্টারগুলিতে সুচিকিৎসা’র উপযুক্ত পরিকাঠামো নেই বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *