ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে। সেমি ফাইনাল থেকে টপ ৬ কে বেছে নেওয়া হয়েছে। আর এই সেরা ৬ প্রতিযোগীর অন্যতম হলেন বাংলার শুভজিৎ চক্রবর্তী। তিনি আগেও একাধিকবার এই মঞ্চে হিন্দির সঙ্গে বাংলা গান পারফর্ম করেছেন। এদিন ফের আরও একবার তাঁকে বাংলা গান গাইতে শোনা গেল। তাঁর গান শুনে কী প্রতিক্রিয়া ছিল বিচারকদের?
২৯ মার্চ, শনিবারের পর্বে শুভজিৎ চক্রবর্তী বলিউডি ছবি ফানা থেকে চাঁদ সিফারিশ গানটি গান। আর তার সঙ্গে মিশিয়ে দেন বাংলার জনপ্রিয় লোকগান দাদা পায়ে পড়ি রে। তাঁর এই দুই গানের মিশেল শ্রেয়া ঘোষাল ধরতে পারলেও বাকি বিচারকরা অর্থাৎ বিশাল দাদলানি এবং বাদশা ভাষা বুঝতে পারেন না। কিন্তু তাতে কী? বাংলার ছেলের গলার জাদুতেই তাঁরা মুগ্ধ হন। রীতিমত উপভোগ করেন গানটি। বাদ যাননি এই পর্বের বিশেষ অতিথি নীলম।
এদিন শ্রেয়া ঘোষালকেও শুভজিতের সঙ্গে বিচারকের আসনে বসেই গুনগুন করে গলা মেলাতে দেখা যায় দাদা পায়ে পড়ি রে গানটিতে। শুভজিতের গান শেষ হতেই মুগ্ধতায় উঠে দাঁড়িয়ে পড়েন গায়িকা। বলেন, ‘সুবহানাল্লাহ্! কেয়া বাত হ্যায়!’ এরপরই বিশাল জানতে চান বাংলা গানটির অর্থ। শ্রেয়া তাঁকে বুঝিয়ে বলেন যে দাদাকে অনুরোধ করছে যাতে মেলা থেকে ওর জন্য বউ নিয়ে আসা হয়। এটা শুনতেই তিনি বলে ওঠেন, ‘তথাস্তু।’
অন্যদিকে বাদশা শুভজিতের পারফরমেন্সে এতটাই মুগ্ধ হন যে তিনি বলেই দেন, ‘টপ ৩-এ তুমি থাকছই।’
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।