বলিউড গায়ক উদিত নারায়ণ সম্প্রতি তাঁর চুমু খাওয়ার কাণ্ড নিয়ে বেশ আলোচনায় আছেন। একটি অনুষ্ঠানে তিনি একজন মহিলা অনুরাগীকে হঠাৎই চুম্বন করে বসেন, তাও আবার ঠোঁটে। ঝড়ের গতিতে ভাইরাল হয় ভিডিয়োটি। যা দেখে অনেকেই তাঁর সমালোচনা করেছিলেন এবং সেই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। অনেক বলিউড তারকাও উদিত নারায়ণকে নিয়ে মুখ খোলেন। এবার বলিউড অভিনেত্রী কুণিকা সদানন্দও এই ‘চুম্বন’ বিতর্ক নিয়ে মতামত দিয়েছেন। আর আশ্চর্যের ব্যাপার হল, তিনি গায়ককে নয়, বরং ওই মহিলাকেই দোষী বলে মনে করছেন।
উদিতজি চুম্বন করেছেন, তাতে কী হয়েছে?
কুণিকা সদানন্দ সম্প্রতি হিন্দি রাশকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে উদিত নারায়ণের লিপ লক বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে, কুনিকা বলেন, ‘উদিত নারায়নজি চুম্বন করেছেন, তাতে কী হয়েছে, কিন্তু ভুল জায়গায় করেছেন। গালে করলে ভালো হতো, কিন্তু এভাবে…।’ কুনিকা এরপর উদিতের পক্ষে বলেছেন, ‘আমি কাউকে দোষ দিচ্ছি না। ওই মহিলাই তো এগিয়ে এসেছিলেন। এখানে সবাই কেন শুধু পুরুষকেই দোষ দিচ্ছে? এখন তোমার থালায় লাড্ডু সাজিয়ে দেওয়া হলে, তুমি কি খাবে না? এটা ঠিক নয়। তিনি উদিত নারায়ণ, তাই বলে তাঁকে চুম্বন করার জন্য দোষ দেওয়া ঠিক নয়?’
‘এখন নারীরা আমার সমালোচনা করবে’
কুণিকা আরও বলেন, ‘ভাই, প্রথম কথা হল, স্টেজ শো করার সময় একজন শিল্পী একটা আলাদা মুডে থাকে। এটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। আপনি খুব উত্তেজিত থাকেন, মানুষ আপনার প্রশংসা করছে। তারা প্রায়ই কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে ফেলে। কখনও কখনও এমন নৃত্যের পদক্ষেপ করে ফেলেন, যা আগে কখনও করেননি।মানুষ অনেক কিছুই করেন!’ একইসঙ্গে, কুণিকা নিজের সমালোচিত হওয়া নিয়ে বলেন, ‘এখন অনেক নারী আমার সমালোচনা করবে, তাঁরা যা ভাবে ভাবুক, কিন্তু আপনি নিজেরও তো দোষ দেখুন, কেন শুধু পুরুষকে দোষ দেবেন?’
কে কুণিকা সদানন্দ:
কদিন আগেই এই বলিউড অভিনেত্রী আইকনিক সঙ্গীতশিল্পী কুমার শানুর সঙ্গে তার পাঁচ বছরের দীর্ঘ রোমান্টিক সম্পর্ক নিয়ে কথা বলে সকলকে চমকে দিয়েছেন। জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই কুণিকার সঙ্গে লিভ ইন করতেন কুমার শানু। অভিনেত্রী হওয়ার পাশাপাশি, কুণিকা একজন আইনজীবী, গায়িকা, প্রযোজক, সমাজকর্মী এবং উদ্যোক্তা। ‘হাম সাথ-সাথ হ্যায়’ সিনেমার রিমা লাগুর বন্ধু ‘শান্তি’র চরিত্র দিয়ে দর্শক মনে জায়গা করে নেন তিনি। ২৫ বছরের অভিনয় জীবন জুড়ে, তিনি ১১০টি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে বেশিরভাগই নেগেটিভ রোলে।