বৃহস্পতিবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজ। এরপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মেগা ইভেন্ট। ভারতের প্রথম ম্যাচ রয়েছে ২০ ফেব্রুয়ারি। তবে এই টুর্নামেন্ট শেষ হলেই রোহিতকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নির্বাচকদের কাছে জানাতে বলেছে বোর্ড। গত বৈঠকে এই ব্যাপারে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে। একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র এবং ২০২৭ ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা তৈরি করবে।
রোহিতের অধিনায়কত্বে কোপ:
ভারতীয় ক্রিকেট বোর্ড ২০২৭ ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে নেতৃত্ব বদলের কথা ভাবছে। একইসঙ্গে টেস্ট ক্রিকেটেও সেই পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। তারা দুই ফর্ম্যাটের জন্য একজন স্থায়ী অধিনায়কের খোঁজে রয়েছেন। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে যদিও বিরাট কোহলির ফর্মের দিকে তাকিয়ে রয়েছে তারা। ওডিআই-এর ক্ষেত্রে কোনও জটিলতা নেই। চলতি বছরের এপ্রিলে ৩৮ বছর হবে রোহিত শর্মার, অর্থাৎ ২০২৭-এ ৪০-এর কাছাকাছি। সাম্প্রতিক কালে ব্যাট হাতে খুবই খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। এমনকী অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টে বেঞ্চ করেছিলেন নিজেকে।
রিপোর্টে BCCI-এর সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, ‘শেষ বৈঠকে নির্বাচকরা এবং বোর্ডের অন্যান্য কর্তারা এই বিষয়ে রোহিতের সঙ্গে কথা বলেছে। তাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর জন্য। টিম ম্যানেজমেন্টের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা নেওয়া রয়েছে।’ ভারত জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে। সেখানে ৫ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে দিয়ে শুরু হবে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের যাত্রা। তাই IPL শেষ হলেই দীর্ঘ মেয়াদি পরিকল্পনার অংশ হিসাবে নতুন অধিনায়ক বেছে নেওয়া হতে পারে।
বুমরাহের টেস্ট অধিনায়ক হওয়া নিয়ে প্রশ্ন:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি নির্বাচন করা হয়েছে শুভমন গিলকে। তবে ওডিআই ক্রিকেটে হার্দিক পান্ডিয়াকে লিডারশিপ গ্রুপের অংশ করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক করার বিষয়ে জসপ্রীত বুমরাহের নাম ঘোরাফেরা করলেও তাঁর ফিটনেস বড় চিন্তার বিষয়। রোহিতের উত্তরসূরি হিসাবে বোর্ড কোনও তরুণ ক্রিকেটারকে বেছে নিতে চাইছে।
এই বিষয়ে রিপোর্টে BCCI-এর সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে, ‘পুরো মরশুম বা দীর্ঘ সিরিজে বুমরাহের নেতৃত্ব দানের বিষয়টা নিয়ে প্রশ্ন আছে। নির্বাচকরা আরও স্থায়ী কাউকে চাইছে। গিলের কথা ভাবা হচ্ছে, তবে তার টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স খুব ভালো হয়নি। ঋষভ পন্ত প্রবল দাবিদার, তবে যশস্বী জসওয়ালও ভালো অপশন।’