ছোট মেয়ে জারার পড়াশোনার জন্য মাসে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ নীলাঞ্জনার

Spread the love

যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদ নিয়ে গত কয়েক মাসে কমচর্চা হয়নি। অথচ ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ দুজনেরই। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার আগেই আগাম সতর্কবার্তা থাকে, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন নয়’। তবে তাঁদের আলাদা হওয়ার খবরটা এখন আর চাপা নেই। 

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ছাদ আলাদা হয়েছে দুজনের। ২০ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন যিশু-নীলাঞ্জনা। খাদান তারকা যদিও জানিয়েছেন, মেয়েদের সঙ্গে যোগাযোগ আছে তাঁর। তবে দুই মেয়ে সারা আর জারা দুজনেই মায়ের পাশে তা স্পষ্ট। যিশু-নীলাঞ্জনার ছোট মেয়ে জারা সেনগুপ্তর বয়স এখন সবে ১২! কলকাতার নামী স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী জারা। জানেন কোন স্কুলে পড়েন জারা, কত খরচ মাসে?

ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস সিক্সের ছাত্রী জারা। জানেন এই স্কুলে পড়াশোনার জন্য কত লাখ খরচ করেন নীলাঞ্জনা? এই আন্তর্জাতিক স্কুলে ভর্তি হতেই গুণতে হয় ২ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া রয়েছে ডেভেলপমেন্ট ফি, এককালীন দেওয়া সেই টাকার অঙ্ক ১ লক্ষ ২৫ হাজার টাকা।এই আন্তর্জাতিক স্কুলে প্রতি সিজনে রেজিস্ট্রেশন ফি ভরতে হয়। ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত সেই টাকার পরিমাণ ১৫ হাজার টাকা। সঙ্গে রয়েছে ত্রৈমাসির মাইনে পদ্ধতি। জারর স্কুলে তিন মাসের ফি ৩৬,৫০০ টাকা অর্থাৎ বছরে সেই পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ৪৬ হাজার টাকা। এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বাবদও গুণতে হয় বাড়তি টাকা। অর্থাৎ ক্রিকেট, ফুটবল, ফটোগ্রাফির মতো কিছু শিখতে বা অভ্যেস করতে মাসে নির্দিষ্ট টাকা গুণতে হয় অভিভাবকদের।  

সদ্য অনুষ্ঠিত হয়েছে ক্যালকাটা ইন্টারন্যাশন্যাল স্কুলের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে মেয়ের সাপোর্টে হাজির ছিলেন নীলাঞ্জনা। পৌঁছেছিলেন জারার দিদি সারাও। মেডেলও জিতে নেয় যিশু-কন্যা। পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও আগ্রহ রয়েছে জারার, তা বেশ স্পষ্ট। গলায় মেডেল ঝুলিতে সতীর্থদের পোজ খুদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *