জাতীয় সড়কে একই পরিবারের তিনজন সদস্যের মৃত্যু

Spread the love

চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসছিলেন একটি পরিবার। কিন্তু আসা হল না। পথ দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে মারুতি ভ্যানের জোরাল ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের তিনজন সদস্যের। এই পথ দুর্ঘটনায় জখম হন আরও একজন। তিনি তমলুক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আর নিহতরা একই পরিবারের হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিন সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কের তমলুকের কুমারগঞ্জ এলাকায়। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে খবর, তমলুক থানার অন্তর্গত হলদিয়া মেচেদা জাতীয় সড়কে কুমারগঞ্জের কাছে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারকে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে। তমলুক থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে খবর, একজন আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি আছে। বাকি তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তমলুক থানার পুলিশ। মৃত ও আহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে মারুতি ভ্যানটি হলদিয়ার দিক থেকে মেচেদার দিকে যাচ্ছিল।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, আজ শনিবার সকালে ওই পরিবার চিকিৎসার জন্য কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। তমলুক থানার কুমারগঞ্জের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ওই মারুতি গাড়িটি। পথের ধারে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মারুতি গাড়িটি। মারুতির সামনের টায়ার ফেটে গিয়ে এই পথ দুর্ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এক মহিলা–সহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এই পথ দুর্ঘটনায় মারাত্মক জখম আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়া গাড়ির মালিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রোগী নিয়ে কলকাতায় আসার পথে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটে। তখন জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল একটি তেলের ট্যাঙ্কার। নন্দকুমারের দিক থেকে রাধামনির দিকে যাওয়ার পথে হঠাৎ মারুতি গাড়িটির চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা তেল ট্যাঙ্কারে ধাক্কা মারে। আর তার জেরেই ঘটনাস্থলে মৃত্যু হয় চালক–সহ তিন জনের। এই গাড়িতে থাকা অপর এক মহিলা আরোহীর শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক। তমলুক তাম্রলিপ্ত হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এরা সকলেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গুড়গাঁও এলাকার বাসিন্দা। তদন্ত করছে তমলুক থানার পুলিশ। এই ঘটনায় গ্যাস ট্যাঙ্কার এবং মারুতি গাড়িকে বাজেয়াপ্ত করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *