জিৎ-দেবের ‘খাকি ২’-তে পুলিশ অফিসারের চরিত্রে সৌরভ

Spread the love

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাঁকি ২ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। কারণ ছবিতে স্ক্রিনশেয়ার করবেন জিৎ(Jeet) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। বাংলার দুই সুপারস্টারের দেখা যাওয়ার খবরে, উত্তেজনায় ফুঠছে বাঙালি। তারই মাঝে সৌরভের শ্যুটিং করার খবর, গোটা ব্যাপারটা যেন আরও উত্তেজক করে তুলেছে। 

মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় শ্যুটিং করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একেবারে খাঁকি পোশাকে, টানটান চেহারার সৌরভকে দেখে যে কারও চোখ ধাঁধিয়ে যাবে। পুলিশ হিসেবে মানিয়েছিলও বেশ। তাহলে খাঁকি ২-তে অভিনয় করে, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মহারাজ?

খোঁজ নিয়ে জানা গেল, ব্যাপারটা একটু আলাদা। আসলে খাঁকি ২-এর বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুট করেছেন সৌরভ। যেখানে দেখানো হয়েছে, এই সিরিজে পুলিশ অফিসার লাগবে শুনে, একেবারে পুলিশি পোশাক পরে দাদা চলে এসেছেন অডিশন দিতে। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত, যিনি আজকাল কাজ না পেয়ে, রাস্তার ধারে খাবারের দোকান দিয়েছেন, তিনি এই বিজ্ঞাপনে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। যার কাছে আর কী অডিশন দিতে এসেছেন সৌরভ। দেবাশিস রায় এই প্রোজেক্টে প্রোডাকশন বয়ের চরিত্রে। 

খাঁকির প্রথম পর্বে নীরজ বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানকার প্রশাসনিক দিক উঠে এসেছিল। আর এবার দ্বিতীয় পর্বে বাংলা। সেখানকার অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প। নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ২০ মার্চ মুক্তি পাচ্ছে। এরইমধ্যে সামনে এসেছে ট্রেলার। সিরিজে জিৎও প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, রাহুল দেব বোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *