জ্বলছে মগরাহাট স্টেশন! ডায়মন্ডহারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত

Spread the love

শিয়ালদা দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর তা দেখে আতঙ্কে পড়েছেন সাধারণ মানুষ। মগরাহাট স্টেশনে চত্বরে বহু দোকানে আগুন লেগে গিয়েছে। আর তার জেরে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। ইদের দিনেই পরপর দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট স্টেশনে। আজ সোমবার দুপুরে আগুন জ্বলতে থাকলে আতঙ্কে পড়ে যান নিত্যযাত্রীরা। স্টেশন চত্বরে আগুন লেগে যাওয়ায় তা ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে থাকা একাধিক দোকানে। তাতেই পুড়ে যায় সব। দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে।

এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই স্টেশনে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের একটি দোকানে আগুন লেগে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। এই অগ্নিকাণ্ডের জেরে দৌড়াদৌড়ি শুরু করেন দেন স্থানীয় বাসিন্দারা। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে আর কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে দ্রুত হাত লাগান। স্টেশনের উপর এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ডায়মন্ডহারবার শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। চূড়ান্ত দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ইদের দুপুরে মগরাহাট স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় স্টেশনের একাধিক দোকান। এখনও এই আগুনের জেরে শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুশির ইদের মধ্যেই এই অগ্নিকাণ্ডের জেরে বিষাদের ছায়া নেমে আসে মগরাহাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে যুদ্ধকালীন তৎপরতায়। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। আগুনের ভয়াবহতা এতোটাই আছে যে দূর থেকে আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

এছাড়া শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ডহারবার রুটে ডাউন ট্রেন চলে এই মগরাহাট স্টেশনের উপর দিয়েই। অগ্নিকাণ্ডের জেরে আজ সেই ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। একাধিক লোকাল ট্রেন তার জেরে আটকে পড়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে সেটা এখনই বলা যাচ্ছে না। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। আর যত সময় গড়াচ্ছে আগুন ততই ছড়িয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *