টিম ইন্ডিয়ার চাকরি খুইয়ে KKR-এ ফিরবেন পুরনো কোচ?

Spread the love

কোচিং স্টাফ হিসেবে আইপিএলে নজরকাড়ার পুরস্কার পেয়েছিলেন অভিষেক নায়ার। তিনি জাতীয় দলে হেড কোচ গৌতম গম্ভীরের সহকারী নিযুক্ত হন। তবে ভারতীয় বোর্ডের সঙ্গে নায়ারের চুক্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। তাঁকে গম্ভীরের সাপোর্ট স্টাফের দল থেকে সরিয়ে দিচ্ছে বিসিসিআই, এমনটাই খবর। তবে এক্ষেত্রে নাইট রাইডার্সের পুরনো কোচ ফের কেকেআরে ফিরতে পারেন বলেও খবর।

একা অভিষেক নায়ারকেই নয়, বরং কোপ পড়ছে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপের ঘাড়েও। যদিও দিলীপ ভারতের ফিল্ডিং কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া জাতীয় দলের দায়িত্ব খোয়াচ্ছেন স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই, এমনটাই গুঞ্জন।

এখন প্রশ্ন হল, জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি নেওয়ার পরে অভিষেক নায়ার ও টি দিলীপের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে? ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফের চাকরি নিঃসন্দেহে দু’জনের সিভি-কে আরও হেভিওয়েট করে তুলেছে। তাই নায়াররা ফের কোচিংয়েই ফিরবেন, এটা একপ্রকার নিশ্চিত। তবে কোন দলে এবং কোন ভূমিকায়, সেটাই হল দেখা বিষয়।

ক্রিকবাজের খবর অনুযায়ী নায়ার ফিরতে পারেন আইপিএলের আঙিনায়। অন্য কোনও দলে নয়, বরং তিনি ফিরতে পারেন কলকাতা নাইট রাইডার্স শিবিরেই। নায়ার কেকেআরের কোচিং স্টাফ হিসেবে দারুণ কাজ করেছেন। তাঁর কাজে যারপরনাই খুশি ছিল নাইট ফ্র্যাঞ্চাইজি। তাই সহকারী কোচ হিসেবে নায়ারের কেকেআর শিবিরে ফেরা অসম্ভব কিছু নয়।

অন্যদিকে টি দিলীপ অন্ধ্রর কোচ হতে পারেন। আপাতত তেমন কোনও খবর নেই বলে বিষয়টি এড়িয়ে গেলেও অন্ধ্র ক্রিকেট সংস্থা কোচ হওয়ার প্রস্তাব দিতে পারে টিম ইন্ডিয়ার অঙিনা থেকে ফেরা দিলীপকে। সম্প্রতি অন্ধ্রর অ্যাকাডেমি দলকে উদ্দীপ্ত করতে দেখা গিয়েছে টি দিলীপকে। যদিও সেই ঘটনা বিশেষ কোনও ইঙ্গিত দেয় না বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *