চলন্ত ট্রেন থেকে বাইরে ছুড়ে ফেলছেন আইআরসিটিসি কর্মী। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, ওই কর্মীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভিডিয়োয় সুবেদারগঞ্জ-লোকমান্য তিলক স্পেশাল ট্রেনের। এই ট্রেনটি মুম্বইয়ের সুবেদারগঞ্জ এবং লোকমান্য তিলক টার্মিনাসের মধ্যে চলাচল করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় শোনা যাচ্ছে, একজন ব্যক্তি ওই রেলকর্মীকে সতর্ক করেছেন। তিনি বলেন, ডাস্টবিন থাকতেও রেল লাইনের উপরেইআবর্জনা ফেলা হচ্ছে। এই হচ্ছে ভারতীয় রেলের অবস্থা। তা সত্ত্বেও ওই রেলকর্মী আবর্জনা ফেলেই চলেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, সতর্কীকরণ সত্ত্বেও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চলন্ত ট্রেন থেকে আবর্জনা ছুড়ে ফেলছেন।
ভিডিয়োটি ভাইরাল হতেই এক্স পোস্টে রেলওয়ে সেবা জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্মীকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগেরজন্য ধন্যবাদ। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলওয়ে ব্যবস্থা নিয়েছে। ০৪১১৫-এ কর্মরত কাঞ্চন লাল নামে ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে OBHS উপরও বড় জরিমানা আরোপ করা হয়েছে। ভারতীয় রেলওয়ে জনগণের সেবায় ২৪*৭ কাজ করে চলেছে। অন্যদিকে রেল মন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে,২৭ ফেব্রুয়ারি, যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিনই ওই কর্মীকে বরখাস্ত করা হয়েছিল।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দেখে সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। ভারতীয় রেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দায়িত্বের প্রতি এই নির্লজ্জ অবহেলার নিন্দা করেছেন। একজন ইউজার বলেছেন, ‘মানুষের প্রাথমিক আচরণ সকল স্কুলে শেখানো উচিত।’ অপর একজন বলেছেন, ‘রাজনীতিবিদদের পরে সরকারি কর্মীরাই দেশকে ধ্বংস করে দিচ্ছে। সরকারি চাকরিতে নিয়োগ অবিলম্বে বাতিল করা দরকার।’ অন্যদিকে, আইআরসিটিসির দ্রুত পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। একজন ইউজার লিখেছেন, ‘এটি সবচেয়ে দ্রুততম অ্যাকশন ছিল।’