সোমবার থেকে জি বাংলার পর্দায় আসতে চলছে নতুন মেগা ‘তুই আমার হিরো’। মেগা শুরুর আগে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। সে রকমই এক প্রচারমূলক অনুষ্ঠানে ‘তুই আমার হিরো’-এর টাইটেল ট্র্যাকে কোমর দোলালেন ধারাবাহিকে ‘হিরো’ রুবেল দাস ও অভিনেত্রী মোহনা মাইতি। মেগাতে ‘শাক্যজিৎ’-এর ভূমিকায় দেখা যাবে রুবেলকে। অন্যদিকে, মোহনাকে দেখা যাবে ‘আরশি’-এর চরিত্রে।
ভিডিয়োতে কী দেখা গিয়েছে?
ইটস ভাইরাল কলকাতার শেয়ার করা ভিডিয়োতে ‘তুই আমার হিরো’-এর টাইটেল ট্র্যাকে নাচ করতে দেখা গিয়েছে রুবেল-মোহনাকে। রুবেলের পরনে ছিল মেগা হিরো ‘শাক্যজিৎ’-এর মতোই পোশাক। কালো ট্রাউজার ও কালো শার্ট সঙ্গে সাদা রঙের জ্যাকেটে নজর কেড়েছিলেন নায়ক। তাঁর চোখে ছিল রোদচশমা। অন্যদিকে, লাল শাড়িতে ধরা দিয়েছিলেন মোহনা। খোলা চুল, ঝোলা কানের দুল ও হালকা মেকআপে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। মেগাতে দেখানো হবে সুপারস্টারের সঙ্গে এক সাধারণ মেয়ের প্রেমের গল্প।
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা মন্তব্যে ভরে দিয়েছেন। রুবেলের বয়স ৩৫ অন্যদিকে মোহনার বয়স ১৯ বছর। তাঁদের বয়সের ফারাক প্রায় ১৬ বছর। তাই অনেকের মতেই তাঁদের নাকি একসঙ্গে মানাচ্ছে না। একজন কমেন্ট করেন, ‘একদম মানাচ্ছে না নায়িকাকে’। আর একজন রুবেলের সম্প্রতি শেষ হওয়া মেগা ‘নিম ফুলের মধু’-এর প্রসঙ্গ টেনে, মন্তব্য করেছেন, ‘তবুও আমাদের রুবেল, মানে আপনার পাশে আলোকপর্ণা মানে পল্লবীকেই বেশি ভালো লাগে।’ তবে অনেকে আবার তাঁদের জুটিকে ভালোবাসাও দিয়েছেন। একজন লেখেন ‘বাহ বাহ আমি খুব উৎসাহী।’
১০ মার্চ থেকে শুরু হবে এই মেগা। প্রসঙ্গত, ওই একই দিনে শুরু হতে চলেছে জি বাংলার আরও একটি নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলকে মুখ্য চরিত্রে দেখা যাবে। মেগাতে অসমবয়সী প্রেমের গল্প দেখানো হবে। প্রোমোতে দেখা গিয়েছে দিতিপ্রিয়া ছটফটে প্রাণবন্ত, দু হাত খুলে বাঁচার স্বপ্ন দেখে। আর বয়সে বড় জিতু অনেক সাবধানী। মেপে মেপে পা ফেলে! এমন দুটো মানুষের ভালোবাসাই ফুটে উঠবে এই ধারাবাহিকে। এদিকে প্রোমো দেখার পর অনেকেই ‘বাবার বয়সী নাটক’ বলে ট্রোল করতে শুরু করেছেন!