আজ দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী(Ram Navami)। এই উপলক্ষ্যে সকাল থেকেই রাজ্যজুড়ে চলছে রামনবমীর মিছিল। এদিন নিউটাউনে বাইক র্যালি করে রামনবমীর মিছিল করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। তবে শুরুতেই লকেট চট্টোপাধ্যায়ের মিছিল আটকায় পুলিশ। লকেটের নেতৃত্বে শোভাযাত্রা কেষ্টপুরে ঢুকতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ নিয়ে পুলিশের বচসায় জড়িয়ে পড়েন বিজেপির প্রাক্তন সাংসদ এবং দলের অন্যান্য কর্মী সমর্থকরা।
এদিন নিউ টাউনের হনুমান মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রা বের করেন লকেট। প্রথমে বাইক র্যালি করেন। পরে সেই শোভাযাত্রা কেষ্টপুরে ঢুকতেই পুলিশ আটকে দেয় বলে অভিযোগ। পুলিশের দাবি, রুট নির্দিষ্ট থাকা সত্ত্বেও অন্য পথে মিছিল যাচ্ছিল। তাই আটকানো হয়েছে। পুলিশের ব্যারিকেড সরিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। পুলিশের সঙ্গে লকেটও বাদানুবাদে জড়িয়ে পড়েন। লকেটে এগিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। পুলিশ মিছিল ঘুরিয়ে অন্য রুটে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
যদিও পরবর্তীতে রুট বদল করেন লকেট। এদিন লকেট চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের রাস্তা আটকানো হয়েছে। একটা রাস্তা আটকালে আমরা অন্য রাস্তা দিয়ে যাব। পুলিশের কাছে রাস্তা আটকানো কোনও নির্দেশিকা নেই। কোনও কাগজ নেই।’
লকেট আরও বলেন, ‘এটা একটি ধর্মীয় অনুষ্ঠান, কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। তাই ধর্মীয় উৎসবে আটকানোর কোনও অধিকার নেই পুলিশের। আসলে তৃণমূল সরকার ভয় পাচ্ছে। তারা একটা সম্প্রদায়কে আটকাচ্ছে না। অথচ দেশজুড়ে রামনবমী পালন হচ্ছে। তা সত্ত্বেও আটকানোর কারণ কী?’ এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত, রামনবমীকে ঘিরে আগে থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। এদিন সকাল থেকেই রামনবমী উপলক্ষ্যে জেলায় মিছিল করছেন বিজেপির নেতারা। বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, শমীক ভট্টাচার্য রামনবমীর মিছিলে অংশ নেন। তবে শুধু বিজেপি নয়, পথে নেমেছে তৃণমূলও। বেশ কিছু এলাকায় তৃণমূল নেতাদের রামনবমীর মিছিল করতে দেখা যায়।