‘তোর স্বার্থহীন লড়াই আমাকে…’! বিশেষ বার্তা দিলেন তথাগত

Spread the love

শনিবার থেকে ২৪ ঘণ্টার অনশনে বসেছেন টলিউডের কিছু তারকারা। ডাক্তারদের যে আমরণ অনশনেরকর্মসূচী চলছে, সেই মহালয়ার পর থেকেই, তাতে যোগ দিয়েছেন বাংলার সিনেমা জগতেরও কিছু মানুষ। বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, চৈতি ঘোষাল, প্রতীক সেন, সৌম্য বন্দ্যোপাধ্যায়,দেবলীনা দত্ত এবং তানিকারা। এবার তাঁদের নিয়ে কলম ধরলেন পরিচালক-অভিনেতা তথাগত চট্টোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘তোমাদের/তোদের চিনি, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে। মেরুদন্ডী মানুষ হিসেবে চিনলাম, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে।’

বিচ্ছিন্না পত্নী (ডিভোর্স হয়নি, খাতায় কলমে এখনও তাঁরা স্বামী-স্ত্রী) দেবলীনা দত্তকেও দিলেন তথাগত বিশেষ বার্তা। নাম করেই লিখলেন, ‘Debleena Dutt লড়াই জারী থাকুক বন্ধু। প্রাপ্তি ছাড়া, স্বার্থ ছাড়া, শুধুমাত্র ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া কজন পারে। ব্যক্তিগতভাবে তোকে সবচেয়ে বেশি চিনি, তাই নিসংকোচে, নির্দ্বিধায় বলতে পারি গত তিন মাসে তোর এই স্বার্থহীন লড়াই পরিচিত সবাইকে, আমাকে নিশ্চিতভাবে গর্বিত করেছে।’

এদিকে তারকারা অনশনে যোগ দেওয়ায়, নানা রকমের কটাক্ষ করছে সমাজের একাংশ মানুষ। স্বার্থলোভী, ফুটেজখোরের মতো তকমা সেঁটে দিতেও পিছ পা হচ্ছেন না। আর এই সব ট্রোলারদের জন্য তথাগতর বার্তা, ‘অনেকের দাবী, অনেক অভিনেতা, পরিচালক, পরিচিত মানুষদের এ লড়াই নাকি সস্তার ফুটেজের জন্য, জনপ্রিয়তার লোভে। বলার এটকুই এ পোড়া দেশে ফুটেজ পেতে নারী পুরুষ নির্বিশেষে পোশাক নিরাবরন করাই যথেষ্ট। উর্ফি জাভেদ, পুনম পান্ডে যে সমাজে সেলিব্রিটি, সে সমাজে শিরদাঁড়ার জন্য এরকম লক্ষ ফুটেজ ক্যামেরা বন্দী হোক।’

আসলে বর্তমানে আরজি কর নিয়ে বিচার চাওয়া মানেই পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তোলা! অনেকটা সেই জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই। এমনিতেই বিনোদন জগতে লবিবাজির অভিযোগ চলে আসছে বহুকাল থেকে। সেখানে অনেক তারকাই মুখ বন্ধ রেখেছেন, শুধুমাত্র কাজ না পাওয়ার ভয়ে! তো কেউ আবার প্রতিবাদ থামিয়েছেন, ছবি সিনেমা হলে আসতেই! হয়তো ভয়, দর্শক পাবেন না! সেখানে যারা প্রথম থেকে একইভাবে সরব, তাঁরা যে ‘স্বার্থের লোভে নামেননি’, তাই স্পষ্ট করলেন তথাগত। 

লিখলেন, ‘ঠিক ভুল, ব্যক্তিগত মতাদর্শের উর্দ্ধে গিয়ে তিন মাস ধরে দাঁতে দাঁত চিপে সমস্ত কাজ ফেলে, ভবিষ্যতের নিশ্চিন্ততার ভাবনা ফেলে, এ লড়াই যারা করছে, তারা সবাই সত্যিকারের সেলিব্রিটি হোক। পারলে আপনি বা আপনারাও ত্যাগের লড়াইতে যোগ দিন, জনপ্রিয় হোন, সেলিব্রিটি হোন, মানুষ হোন। আমি তো পারিনি, আমার মতোই অধিকাংশই পারেননি, দেখুন না আপনি পারেন কি না, ভিড়ের মধ্যে বুক চিতিয়ে, শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *