বাংলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হলেন প্রীতি সরকার। তাঁর মেকআপ টিউটোরিয়াল থেকে মজার কনটেন্ট বা বাস্তবের সঙ্গে মিল আছে এমন ভিডিয়ো বারবার নজর কেড়েছে অনুরাগীদের। তবে তিনি এদিন তাঁর এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন। কিছু মাস আগে তিনি দুবাই গিয়েছিলেন, সেখানে গিয়ে করা স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা কেমন হল তাঁর সেটাই এদিন জানালেন।
এদিন প্রীতি সরকার যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি আমার জীবনকে ভালোবাসি। অবশেষে এটা হতে চলেছে।’ তাঁকে দেখা যায় সাতসকালে কীভাবে তিনি স্কাই ডাইভিংয়ের জন্য প্রস্তুতি নেন, প্লেনে চড়ে মাঝে আকাশে যান। তাঁকে নেপথ্যে থেকেই বলতে শোনা যায়, ‘আমি জানি না কীভাবে সমস্ত ভয় কাটিয়ে ফেললাম। ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি শ্বাস নিতে পারছিলাম না। কিন্তু যেই প্যারাস্যুট খুলে গেল অমনি যেন সব স্তব্ধ হয়ে গেল।’
তাঁকে এদিন স্কাই ডাইভিং করার সময় চেঁচাতে দেখা যায়। শুধু তাই নয় তিনি আনন্দে কেঁদে ফেলেন। তাঁর গাইড যখন জিজ্ঞেস করেন যে তাঁর কেমন লাগছে এই ভিউ জবাবে প্রীতি বলেন, ‘ভীষণ সুন্দর। এই দুনিয়া খুব সুন্দর। আমি অত্যন্ত খুশি যে আমি এটা করছি।’
মাটিতে নেমে আসার পর প্রীতি জানান তিনি ভাবেননি যে তিনি এটা করতে পারবেন। একটুও ভয় পাননি, বরং দারুণ উপভোগ করেছেন। প্রসঙ্গত এই দুবাই ট্রিপেই প্রীতি সরকার আশা ভোঁসলের কনসার্ট শোনেন। সেই অভিজ্ঞতাও ভাগ করেছিলেন। সেই সময় তিনি আশা ভোঁসলের ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন, ‘তবে তওবা তওবা আর গুলাবি শাড়িতে আশা ভোঁসলেজিকে নাচ করতে দেখা আমার বাকেট লিস্টে একেবারেই ছিল না।’
কে কী বলছেন?
এদিন প্রীতি এই ভিডিয়ো পোস্ট করতে অনেকেই মন্তব্য করেছেন। অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় যিনি নিজেও স্কাই ডাইভিং করে এসেছেন তিনি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। একজন লেখেন, ‘তোমার আনন্দ দেখে আমি কেঁদে ফেলেছি।’ কেউ আবার লেখেন, ‘ভীষণ ভালো লাগল। এমনি নির্ভীক থেকো।’