ধারালো অস্ত্র- রিলের নেশায় রাস্তার মধ্যেই খুনের নাটক

Spread the love

মুঠোফোনে একের পর এক রিল চলছে, মত্ত হয়ে দেখছে মানুষ। লাইক এবং সাবস্ক্রাইবারের আশায় গৃহবধূ থেকে যুবক যুবতী, সকলেই ভিডিয়ো তৈরি করছে। ভিডিয়ো তৈরি করতে গিয়ে অকালে প্রাণ হারিয়ে যাচ্ছে কারোর, কেউ আবার কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন বানিয়ে চলেছে একের পর এক ভিডিয়ো। তবে কর্ণাটকের ২ যুবক রিল তৈরি করতে গিয়ে এমন একটি কান্ড করে বসল, যার জন্য শ্রীঘরে যেতে হল তাদের।

সোমবার গভীর রাতে কর্ণাটকের কালাবুর্গি এলাকায় হুমনাবাদ রিং রোডে ২ যুবককে দেখা যায় রক্তে লাল হয়ে থাকতে। গায়ে নকল রক্ত মেখে, একটি নকল অস্ত্র নিয়ে খুনের দৃশ্য বাস্তবে রূপায়িত করার চেষ্টা করছিল তারা। উপস্থিত জনসাধারণ যারা আসল ঘটনা জানতেন না, খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক।

পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, ওই দুই যুবকের নাম সাইবান্ন এবং শচীন। মাঝরাতে শুধুমাত্র রিল তৈরি করার জন্য শচীনকে হত্যা করার নাটক করে সাইবান্ন। চারিপাশ রক্তে ভেসে যাচ্ছিল। দৃশ্যটি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত কেউই জানতেন না, গোটা ব্যাপারটি অভিনয়।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করার অপরাধে ওই দুই যুবককে গ্রেফতার করে কালাবুর্গি সাব আরবান পুলিশ। মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, ফেসবুক বা ইনস্টাগ্রাম রিল তৈরি করে কোটি কোটি টাকা উপার্জন করার সুযোগ থাকে, তাই স্থান কাল পাত্র ভুলে মানুষ এখন রিল তৈরি করার নেশায় মজেছে। তবে মানুষ ভুলে যাচ্ছে, সবকিছুই একটি সীমা পর্যন্ত ভালো লাগে। সীমা লংঘন করলে সেটা আর শোভনীয় থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *