আমেরিকায় বড়সড় দুর্ঘটনা ঘটে গেল হাডসন নদীতে। সেখানে এক হেলিকপ্টার, ৫ জন যাত্রী ও ১ জন পাইলটকে নিয়ে ভেঙে পড়ে হাডসন নদীতে। জানা গিয়েছে ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। রয়টার্সের রিপোর্ট বলছে মৃতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে।
আমেরিকার নিউ ইয়র্কে হাডসন নদীতে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে এক হেলিকপ্টার। এলাকার মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, মৃতরা বেশিরভাগই স্পেনের বাসিন্দা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আহতদের মধ্যে দুজনকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু পরে তাঁরা মারা যান। যদিও কর্মকর্তারা এখনও দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ্যে আনেননি, নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে যে কপ্টারে আরোহীদের মধ্যে স্পেনের সিমেন্সের প্রেসিডেন্ট এবং সিইও অগাস্টিন এসকোবার, তাঁর স্ত্রী এবং তাঁদের তিন সন্তান অন্তর্ভুক্ত ছিলেন।
তাঁর বক্তব্যে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন,’ এই মুহূর্তে, ছয়জন নিহতকে জল থেকে বের করে আনা হয়েছে। এবং দুঃখের বিষয়, ছয়জনকেই মৃত ঘোষণা করা হয়েছে।’ ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,’হাডসন নদীতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। দেখে মনে হচ্ছে পাইলট, দুই প্রাপ্তবয়স্ক এবং তিন শিশু সহ ছয়জন আর আমাদের সাথে নেই। দুর্ঘটনার ফুটেজটি ভয়াবহ।’ তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্য ট্রুথে ট্রাম্প লিখেছেন,’ ঈশ্বর নিহতদের পরিবার এবং বন্ধুদের আশীর্বাদ করুন। পরিবহন সচিব, শন ডাফি এবং তাঁর দক্ষ কর্মীরা এতে আছেন। ঠিক কী ঘটেছিল এবং কীভাবে ঘটেছিল তা শীঘ্রই ঘোষণা করা হবে।’ নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশের মতে, নিউ ইয়র্ক হেলিকপ্টার ট্যুরস দ্বারা পরিচালিত বেল ২০৬ হেলিকপ্টারটি বিকাল ৩টের দিকে শহরের একটি হেলিকপ্টার প্যাড থেকে রওনা হয়েছিল এবং হাডসন নদীর উপর দিয়ে উত্তর দিকে উড়ে গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাঁরা দেখতে পান কপ্টারটি দ্রুত যাচ্ছিল। আর তা বিকট শব্দ করে জলে পড়ে যায়। পড়ে যাওয়ার পরও হেলিকপ্টারের শেষের অংশ নদীর উপরে খানিকক্ষণ ছিল। অনেকে বলছেন, কপ্টার মাঝ আকাশে ভেঙে যায়, পরে তা পড়ে যায় হাডসন নদীতে।